মানানসই পোশাক পরতে পছন্দ করেন সবাই। কিন্তু মাঝেমধ্যেই পোশাকের রং নিয়ে বন্ধুবান্ধবের সমালোচনা শুনতে হয়। সেটা যত দামি পোশাকই হোক না কেন, গাত্রবর্ণের সঙ্গে পোশাক মানানসই না হলে অন্যরা তা দেখে হাসাহাসিও করেন; যেটি বিরক্তিকর। যারা এ ধরনের সমস্যার মুখোমুখি হন তারা বশির খান নামে এই ব্যক্তির পথ অনুসরণ করতে পারেন। যিনি পোশাক নিয়ে যে কোনো ধরনের সমালোচনা এড়াতে ব্যতিক্রম পন্থা বেছে নিয়েছেন।
রাজস্থানের চুরু শহরের বাসিন্দা বশির ছোটবেলা থেকেই নতুন ও দামি পোশাক পরতে পছন্দ করতেন। প্রথমদিকে তিনি মা-বাবার পছন্দে কেনা পোশাক পরতেন। যখন তিনি রোজগার শুরু করেন, তখন থেকে নিজের রুচি অনুযায়ী পোশাক কিনে পরতে থাকেন। কিন্তু মাঝেমধ্যেই পোশাকের রং নিয়ে তাকে সমালোচনা সহ্য করতে হয়। একপর্যায়ে তিনি বিরক্ত হয়ে ওঠেন। শেষমেশ রং ও ম্যাচিংয়ের সমস্যা এড়াতে তিনি সাদা পোশাক পরার সিদ্ধান্ত নেন। এরপর থেকে সবসময় বাইরে সাদা পোশাকে দেখা যায় বশির খানকে। যে কারণে তিনি শহরে ‘হোয়াইটম্যান’ হিসেবে পরিচিতি পেয়েছেন। ৪০ বছর ধরে তিনি এ চর্চা চালিয়ে যাচ্ছেন। সূত্র: নিউজ এইটিন