বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১১:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

শূন্য থেকে কোটিপতি সাবেক এমপি রিপু

গড়েছেন সম্পদের পাহাড়
শূন্য থেকে কোটিপতি সাবেক এমপি রিপু

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের সঙ্গে সঙ্গে হাজারো নেতাকর্মীকে অনিশ্চয়তায় ফেলে গা-ঢাকা দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। ক্ষমতার অপব্যবহার, হাটের ইজারা, টেন্ডার বাণিজ্য, পদ-বাণিজ্যসহ আওয়ামী লীগ সরকারের সময়ে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন জেলা আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। গত ১০ বছরে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া এই এমপির অস্থাবর সম্পদ বেড়েছে ৩১ গুণ। সড়কের পাশে বানিয়েছেন প্রাসাদতম ৯ তলা বাড়ি, কিনেছেন কোটি টাকার গাড়ি। স্ত্রী জোবাইদাকেও বানিয়েছেন কোটিপতি, দিয়েছেন ২০ ভরিরও বেশি স্বর্ণালংকার।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রথম দলীয় প্রার্থী হয়েছেন তিনি। গত বছর অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে বগুড়া-৬ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দিলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

রাগেবুল আহসান রিপু ২০১৩ সালে যে সম্পদ বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন, তাতে নিজেকে কৃষি ও কৃষিপণ্য ব্যবসায়ী উল্লেখ করলেও কোনো আয়ের কথা ছিল না। এমনকি তখন একটি টাকাও ছিল না তার হাতে। তিনি ৫০ হাজার টাকা নগদ এবং কয়েকটি ব্যাংকে ৩১ লাখ টাকা জমা থাকার তথ্য দিয়েছিলেন।

এমপি নির্বাচিত হওয়ার পর সেই রিপু বছরে ১১ লাখ টাকার বেশি আয় করেন। শুধু ব্যাংকেই তার ৩ কোটি ৮১ লাখ টাকা জমা আছে। সবমিলিয়ে তার ৫ কোটি ২৮ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। আর স্থাবর সম্পদ হিসেবে ২ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করেছেন। এ ছাড়া পৈতৃক সূত্রে ১৫ বিঘা কৃষিজমির পাশাপাশি ৮৫ শতাংশ অকৃষিজমি এবং ৯ একর মৎস্য খামারের মালিকানার তথ্য দিয়েছেন। এর বাইরে নামে-বেনামে এই নেতা ও স্বজনদের নামে রয়েছে অনেক সম্পত্তি।

১১ বছর আগে রাগেবুল আহসান রিপুর স্ত্রী জোবাইদা আহসান জবার কোনো সম্পদ ছিল না। এখন তার ২০ ভরি স্বর্ণালংকার। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই স্বর্ণালংকারের মূল্য ২৫ লাখ টাকার বেশি।

হলফনামায় দেওয়া তথ্যে দেখা যায়, রিপুর ৫৩ শতাংশ অকৃষিজমি আছে। এর বাইরে ৯ দশমিক ৩ শতাংশ আয়তনের মৎস্য খামারের মালিকও তিনি। তবে এটি পৈতৃক সূত্রে পাওয়া বলে হলফনামায় উল্লেখ করেছেন।

৯ বছর আগে রিপুর কোনো বাসাবাড়ি ছিল না বলে হলফনামায় উল্লেখ করেছেন। এখন পৈতৃক সূত্রে পাওয়া ৪ শতাংশ জায়গার ওপর ৯ তলা ভবনও হয়েছে।

তার ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, সম্পদ গড়ার পেছনে ক্ষমতার অপব্যবহার, হাটের ইজারা, টেন্ডার বাণিজ্য, নিয়োগ ও পদ-বাণিজ্যের মতো নানা ঘটনা রয়েছে। সদা মিষ্টভাষী ও সুবক্তা হিসেবে পরিচিত এই নেতার আড়ালে যেন ভিন্নরূপ।

গত ৭ এপ্রিল গভীর রাতে তার ছেলেকে আটক করে বগুড়া সদর পুলিশ। সে সময় তিনি পুলিশ ফাঁড়িতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের পিটিয়ে ছেলেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনা সারা দেশে সমালোচনার জন্ম দিয়েছে।

এ ছাড়া দলীয় নেতাকর্মীদের মধ্যে বৈষম্য সৃষ্টি, খারাপ ব্যবহার, গ্রুপিংসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি কোনো নেতাকর্মীকেই মূল্যায়ন করেননি তিনি। বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও করেছেন খারাপ আচরণ।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার প্রাসাদসম বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে আছেন তিনি। সেইসঙ্গে ডিঅ্যাক্টিভেট করেছেন নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিও। দলের দুর্দিনে গা-ঢাকা দেওয়ায় হতাশ হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ বলেন, প্রশাসনের যোগসাজশে যেভাবে দুর্নীতি-লুটপাট করেছে, তাতে তাদের নৈতিক মনোবল থাকার কথা না। এখন তদন্ত করে এসব অবৈধ সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, টেন্ডার বাণিজ্য, ঘুষ-বাণিজ্যসহ এমন কোনো দুর্নীতি নেই, যার সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত ছিলেন না। তাদের দুর্নীতির ফিরিস্তি বললে শেষ হবে না। এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে জেলার বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নামে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করলে, তা অবশ্যই অনুসন্ধান করে খতিয়ে দেখবে দুদক। প্রমাণিত হলে ২ থেকে ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে আইনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে একদিনেই মিলল তিন মরদেহ

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রহমত আলী আটক

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

অপহরণ মামলায় টাকা নেওয়ার অভিযোগে আশুলিয়ার এসআই ক্লোজড

ইন্দোনেশিয়ার উত্তাল পরিস্থিতিতেই সব আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার

মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

১০ বিচারকের বদলির আদেশ

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি নাই : দুদু

জাতীয় পার্টির প্রেস সেক্রেটারির পদত্যাগ

১০

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থ-অসুস্থদের আর্থিক সহায়তা

১১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা রিমান্ডে 

১২

সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আ.লীগের কৌশল, দায়িত্বে পুতুল

১৩

নাসুমের স্পিন ঘূর্ণিতে ১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস

১৪

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে আবেদন করতে পারবেন জবি শিক্ষার্থীরা

১৫

ঢাকার জেলা ও দায়রা জজ হলেন রফিকুল ইসলাম

১৬

মতবিনিময় সভায় আলেমরা / সরকার কোরবানির চামড়া নিয়ে প্রতারণা করেছে 

১৭

বসের চাকরি খেতে কোম্পানিই কিনে নিলেন কর্মী 

১৮

ত্রিভুজ প্রেমের জেরে ছুরিকাঘাতে নারী নিহত

১৯

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

২০
X