‘মাইনাস টু ফর্মুলা’র বিষয়ে সরকারকে সতর্ক করে সম্প্রতি দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফরিদা আক্তার ও সৈয়দা রিজওয়ানা হাসান। তারা বলেছেন, এমন বক্তব্য ভিত্তিহীন এবং এটি অহেতুক বিতর্কের সৃষ্টি করে। মাইনাস টু ফর্মুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।
এর আগে রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা বা চক্রান্ত করতে যাবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। এটা কেউ চিন্তাও করবেন না। একবার বিরাজনীতিকরণের ‘মাইনাস টু’ করার চেষ্টা করা হয়েছিল। আবারও ওই ফর্মুলার মতো ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তাও করবেন না।
বিএনপি মহাসচিবের এমন মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে। গণআন্দোলনে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে, সেটি রক্ষা করাই আমাদের মূল কাজ। ‘মাইনাস টু’ এসব তো ২০০৭-০৮ সালের
ওয়ান-ইলেভেনের সময়ের কথা। এটিকে রিপিট করা এই সরকারের এজেন্ডা নয়। তিনি বলেন, বিএনপি যে অভিযোগ করেছে, তারাই প্রমাণ করুক সরকার মাইনাস টু ফর্মুলার পথে হাঁটছে।
অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারে। তবে নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। এখনো কিছু কিছু জায়গায় ফ্যাসিবাদের ভিত্তিমূল থেকে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডে অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসের ভারপ্রাপ্ত প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল, বাংলাদেশে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ঝিয়াওকুন শি, বাংলাদেশে ইউএসএইডের মিশন পরিচালক রিড জে আইশলিম্যান, ওয়ান হেলথ বাংলাদেশের জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. নীতিশ চন্দ্র দেবনাথ এবং ওয়ান হেলথ সেক্রেটারিয়েট সমন্বয় কমিটির চেয়ার অধ্যাপক ডা. তাহমিনা শিরিন প্রমুখ। অনুষ্ঠানে ওয়ান হেলথ প্রতিযোগিতা ২০২৩ ও ২০২৪-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।