শফিকুল ইসলাম
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

ছাত্রসমাজের আস্থা ধরে রাখতে তৎপর ছাত্রদল

আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছাত্রসমাজের আস্থা ধরে রাখতে তৎপর ছাত্রদল

ভিন্ন এক পরিবেশে আজ ১ জানুয়ারি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন পরিবেশে মুক্ত বাতাসে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দীর্ঘ দেড় দশক সাংগঠনিকভাবে কোণঠাসায় থাকা ছাত্রদল শেখ হাসিনার পতনের পর সারা দেশে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে। ছাত্রসমাজের আস্থা ধরে রাখতে তৎপরতা চালাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠার সাড়ে চার দশকে এসে অতীতের সোনালি গৌরব পুনরুদ্ধারে সক্রিয় তারা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি ১৯৭৯ সালের ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সে সময় জিয়াউর রহমানের জনপ্রিয়তার জন্য অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান করেন।

মরহুম কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে সেদিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছাত্রদল। বিশেষ করে নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নাম ছড়িয়ে পড়ে; কিন্তু সময়ের পরিক্রমায় অতীতের সেই গৌরব কিছুটা হলেও ম্লান হয়েছে ছাত্রদলের। অবশ্য গত জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী ও শেখ হাসিনার পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রদল। সংগঠনের অসংখ্য নেতাকর্মী হতাহত হয়েছেন। তবে কমিটিতে আধিপত্য বিস্তার, দীর্ঘদিন কমিটি পুনর্গঠন ও হালনাগাদ না করার কারণে নেতৃত্বের বিকাশও ঘটাতে পারছে না বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

এদিকে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দীর্ঘ রক্তস্নাত ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বিজয়ী হিসেবে ছাত্রসমাজসহ দলীয় নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত ১ মার্চ ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাত সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়। সে সময় আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলেরও নতুন কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটি গঠনের তিন মাসের মধ্যে গত ১৫ জুন ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বিশেষ অঞ্চলের ব্যক্তিদের বেশি প্রাধান্য দিয়ে কমিটি হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝেই সমালোচনা হয়। বিশেষ করে বৃহত্তর উত্তরাঞ্চলের নেতৃত্ব সংখ্যা একেবারেই নাম মাত্র। তা ছাড়া বেশি ত্যাগী নেতাকর্মীকে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা নিজেদের মূল্যায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

সংশ্লিষ্টরা জানান, ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শীর্ষ পাঁচ সদস্যের মধ্যে উত্তর অঞ্চলের ১৬ জেলার কেউ নেই।

কেন্দ্রীয় সভাপতি রাকিবের জেলা ময়মনসিংহ, সেক্রেটারি নাছির নোয়াখালীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নারায়ণগঞ্জের, সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া বান্দরবানের এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বরগুনার। মোট সহসভাপতি ৩৯ জনের মধ্যে মাত্র তিনজন উত্তর অঞ্চলের (দুই বিভাগের ১৬ জেলার)। তারা হলেন সহসভাপতি সাফি ইসলাম (লালমনিরহাট), আনোয়ার পারভেজ (বগুড়া) এবং রিয়াজ (পঞ্চগড়)। মোট যুগ্ম সাধারণ সম্পাদক ১১১ জনের মধ্যে উত্তরাঞ্চলের ১৬ জেলার ভেতরে মোট যুগ্ম সাধারণ সম্পাদক ১৩ জন। তা ছাড়া সদ্য ঘোষিত ঢাকার গুরুত্বপূর্ণ ১১টি ইউনিট কমিটির মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক পদে উত্তরাঞ্চলের ১৬ জেলার কারও নাম নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিমেল কিশোরগঞ্জের, সদস্য সচিব আরেফিন টাঙ্গাইলের, ঢাকা কলেজের আহ্বায়ক পিয়াল নেত্রকোনার, সদস্য সচিব মিল্লাদ হবিগঞ্জের, তেজগাঁও কলেজের আহ্বায়ক তরুণ লক্ষ্মীপুরের, তিতুমীর কলেজের আহ্বায়ক ইমাম ফেনীর এবং ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ লক্ষ্মীপুরের।

রাকিব-নাছিরের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় সৃষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখে ছাত্রদল। একপর্যায়ে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলে সারা দেশে কর্মিসভা শুরু করে সংগঠনটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, কর্মিসভাসহ নানামুখী ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রসমাজের আস্থা ধরে রাখার প্রচেষ্টা চালায় ছাত্রদল।

এদিকে আন্দোলন সংগ্রামের মুখ্য ভূমিকায় থাকা ঢাকা মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখায় ছাত্রদলের দীর্ঘদিন কমিটি না থাকা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর রাজধানীতে ১১টি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন। ইউনিটগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পূর্ব এবং ঢাকা মহানগর পশ্চিম শাখা।

জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গতকাল কালবেলাকে বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্র-সৈনিকের ভূমিকা পালন করেছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। শুরু থেকেই ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছেন। বর্তমানে গণতন্ত্র উত্তরণের জন্য ছাত্রদল ছাত্র-তরুণদের মাঝে তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনার পক্ষে জনমত গঠনে কাজ করছে। আমরা সারা দেশ থেকে তরুণদের ইতিবাচক সাড়া পেয়েছি।

তিনি বলেন, ছাত্রদল একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক এবং বুদ্ধিবৃত্তিক ছাত্ররাজনীতি চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। নেতাকর্মীরা যাতে দক্ষ মানবসম্পদ হিসেবে ভূমিকা রাখতে পারেন, আমরা সেদিকে লক্ষ রেখে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত করছি। মেধাবী তরুণদের নিজ নিজ প্রতিভা বিকাশের সুযোগ প্রদান এবং ছাত্রদের ন্যায়সংগত সব দাবির পক্ষে আমরা কাজ করছি। সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।

কর্মসূচি: এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত, দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর মধ্যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারা দেশে সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর শাখায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় ছাত্রদলের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারা দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, যে কোনো একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও দাম আকাশছোঁয়া, গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১০

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১১

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১২

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৩

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৪

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৫

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৬

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৭

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৮

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

২০
X