মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৩১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

চার প্রজন্মের সবার গড় বয়স ৪০

বিরল রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মৃত্যু
চার প্রজন্মের সবার গড় বয়স ৪০

একটি পরিবারের চার প্রজন্মের ১০ জন অল্প বয়সে (গড়ে ৪০.৭) মারা যান। তাদের মৃত্যুর কারণ বংশগত একটি বিরল রোগ। বর্তমানে ওই পরিবারের জীবিত ছয়জন একই রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রোগটির কারণে হাত-পাসহ শরীর কাঁপা, হাঁটতে না পারা, ঘাড় সোজা করতে না পারা, মুখ থেকে লালা পড়া, কথা বলতে না পারার মতো নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া গ্রামের বাসিন্দা, ওই বংশের পূর্বপুরুষ মোহাম্মদ আলী বিয়ে করেন একই ইউনিয়নের সাজানপুর গ্রামের বাসিন্দা কাজুলী বেগমকে। কাজুলী বেগমের ভাই এই রোগাক্রান্ত ছিলেন। ছয় সন্তানের (৩ ছেলে ও ৩ মেয়ে) জননী কাজুলী বেগম এই রোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান। পরে তার ওই ছয় সন্তানের মধ্যে তিন মেয়ে মাবি ৩৫ বছরে, আবি ৪০ বছরে, সাফি ২৮ বছর বয়সে মারা যান।

এ ছাড়া মোহাম্মদ আলী-কাজুলী বেগম দম্পতির তিন ছেলের মধ্যে মসলিম উদ্দিন একই রোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে তিন ছেলে রেখে যারা যান। মসলিম উদ্দিনের বড় ছেলে শহিদুল ইসলাম (৪০) পাঁচ বছর আগে এই রোগে আক্রান্ত হন। শহিদুলের বড় ছেলে আমিনুল ইসলাম (১৪) তিন বছর আগে এই রোগে আক্রান্ত হয়। মসলিম উদ্দিনের ছোট ছেলে সাইফুল ইসলাম (৩৫) এই রোগে আক্রান্ত হয়ে দুই সন্তান রেখে এক বছর আগে মারা গেছেন।

মোহাম্মদ আলী-কাজুলী বেগম দম্পতির আরেক ছেলে আবুল হোসেন (৬০) আক্রান্ত হয়ে ২০ বছর আগে মারা যান। আবুল হোসেনের ছেলে আক্রান্ত হাফিজুর রহমান (৪৫) ১০ বছর আগে মারা যান। হাফিজুর রহমানের ছেলে মো. সিফাত (২০) বর্তমানে একই রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আবুল হোসেনের মেয়ে রোজিনা বেগম (৩৫) দুই সন্তান জন্মদানের পর আক্রান্ত হলে স্বামী তালাক দিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আবুল হোসেনের আরেক ছেলে সিরাজুল ইসলামের (৫০) মেয়ে সুমাইয়া খাতুন (১৭) একই রোগের উপসর্গ দেখা দিয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, দরিদ্র কৃষক পরিবারের সদস্য হওয়ায় অর্থাভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। খুব কষ্টে তাদের দিন চলে। একবার শহিদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু চিকিৎসক রোগ ধরতে পারেননি। এই রোগের কারণে তাদের ছেলে-মেয়ের বিয়ে দিতে বিড়ম্বনা পোহাতে হয়।

অবিলম্বে সরকার দায়িত্ব নিয়ে পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করে প্রজন্মের পর প্রজন্ম এভাবে ধ্বংস হওয়া থেকে রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম বলেন, বর্ণনা শুনে ও ভিডিও দেখে বলেন, মনে হচ্ছে তারা উইলসন ডিজিজে আক্রান্ত। এটা বংশগত রোগ। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে টাঙ্গাইল বা ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১০

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

১১

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

১২

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

১৩

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

১৪

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

১৫

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

১৬

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

১৭

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

১৮

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

১৯

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

২০
X