স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের জোড়া গোলে লা লিগার শীর্ষে রিয়াল

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৪ জানুয়ারি) ভিয়ারিয়ালের মাঠে কঠিন লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে টেবিলের এক নম্বরে রাত কাটাল আলভারো আরবেলোয়ার দল।

লা সেরামিকায় ম্যাচটি শুরু থেকেই ছিল হাই প্রেস ও শারীরিক লড়াইয়ে ভরা। ভিয়ারিয়াল আক্রমণাত্মক ফুটবল খেললেও ফিনিশিংয়ের অভাবে সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে রিয়াল কিছুটা রক্ষণাত্মক থেকে ম্যাচের গতি বুঝে খেললেও আর্দা গুলের ও ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে পাল্টা আক্রমণে বিপদ তৈরি করে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপ্পে। ভিনিসিয়ুসের গতি ও ড্রিবল থেকে তৈরি হওয়া আক্রমণে বল ভাগ্যক্রমে এমবাপ্পের পায়ে পড়ে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ফরাসি তারকা। তার শটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

গোলের পর ম্যাচ আরও খোলা হয়ে যায়। ভিয়ারিয়াল সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও জেরার্দ মোরেনো ও পারেজোরা শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন। ম্যাচের শেষদিকে চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা; কিন্তু রিয়ালের রক্ষণ ও গোলরক্ষক থিবো কোর্তোয়া দৃঢ়তা দেখান।

যোগ করা সময়ে ভিয়ারিয়ালের বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে নিজেই। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় পানেনকা শটে গোল করে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এ গোলেই কার্যত নিশ্চিত হয় রিয়ালের জয়।

এর ফলে টানা তিন ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ এবং লিগ টেবিলের শীর্ষস্থানে আপাতত ওঠা হলো। নতুন কোচিং প্রকল্পের অধীনে দলটি যে ধীরে ধীরে ছন্দে ফিরছে, এই ম্যাচ তারই প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিয়ারিয়াল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আক্রমণে কার্যকারিতার অভাব তাদের হতাশ করেছে। অন্যদিকে, বড় ম্যাচে এমবাপ্পের নির্ভরযোগ্যতা আবারও প্রমাণ করল—রিয়ালের শিরোপা দৌড়ে তিনি কতটা গুরুত্বপূর্ণ।

লা লিগার শীর্ষে থেকে এখন আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। সামনে ইউরোপ ও ঘরোয়া লড়াইয়ে এই ছন্দ ধরে রাখাই হবে তাদের বড় লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১০

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১১

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১২

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১৪

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৫

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৬

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৭

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৮

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১৯

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

২০
X