

স্প্যানিশ লা লিগায় অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৪ জানুয়ারি) ভিয়ারিয়ালের মাঠে কঠিন লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে টেবিলের এক নম্বরে রাত কাটাল আলভারো আরবেলোয়ার দল।
লা সেরামিকায় ম্যাচটি শুরু থেকেই ছিল হাই প্রেস ও শারীরিক লড়াইয়ে ভরা। ভিয়ারিয়াল আক্রমণাত্মক ফুটবল খেললেও ফিনিশিংয়ের অভাবে সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে রিয়াল কিছুটা রক্ষণাত্মক থেকে ম্যাচের গতি বুঝে খেললেও আর্দা গুলের ও ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে পাল্টা আক্রমণে বিপদ তৈরি করে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপ্পে। ভিনিসিয়ুসের গতি ও ড্রিবল থেকে তৈরি হওয়া আক্রমণে বল ভাগ্যক্রমে এমবাপ্পের পায়ে পড়ে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ফরাসি তারকা। তার শটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
গোলের পর ম্যাচ আরও খোলা হয়ে যায়। ভিয়ারিয়াল সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও জেরার্দ মোরেনো ও পারেজোরা শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন। ম্যাচের শেষদিকে চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা; কিন্তু রিয়ালের রক্ষণ ও গোলরক্ষক থিবো কোর্তোয়া দৃঢ়তা দেখান।
যোগ করা সময়ে ভিয়ারিয়ালের বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে নিজেই। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় পানেনকা শটে গোল করে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এ গোলেই কার্যত নিশ্চিত হয় রিয়ালের জয়।
এর ফলে টানা তিন ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ এবং লিগ টেবিলের শীর্ষস্থানে আপাতত ওঠা হলো। নতুন কোচিং প্রকল্পের অধীনে দলটি যে ধীরে ধীরে ছন্দে ফিরছে, এই ম্যাচ তারই প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিয়ারিয়াল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আক্রমণে কার্যকারিতার অভাব তাদের হতাশ করেছে। অন্যদিকে, বড় ম্যাচে এমবাপ্পের নির্ভরযোগ্যতা আবারও প্রমাণ করল—রিয়ালের শিরোপা দৌড়ে তিনি কতটা গুরুত্বপূর্ণ।
লা লিগার শীর্ষে থেকে এখন আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। সামনে ইউরোপ ও ঘরোয়া লড়াইয়ে এই ছন্দ ধরে রাখাই হবে তাদের বড় লক্ষ্য।
মন্তব্য করুন