মাহমুদুল হাসান
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০১:৪১ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু নেগেটিভদেরও কমছে প্লাটিলেট

আরও ৯ জনের মৃত্যু, ভর্তি ১৫৬৫
রাজধানীর মুগদা হাসপাতালে মায়ের কোলে ডেঙ্গু আক্রান্ত এক শিশু। ছবি : কালবেলা
রাজধানীর মুগদা হাসপাতালে মায়ের কোলে ডেঙ্গু আক্রান্ত এক শিশু। ছবি : কালবেলা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি নিশাদ। এক সপ্তাহ ধরে হঠাৎ জ্বর আসে আবার কমে যায়। এরপর লালবাগ ইবনে সিনায় একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেন। তার জ্বর ও লক্ষণ দেখে গত মঙ্গলবার ডেঙ্গু শনাক্তকরণ এনএস-১ পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। রিপোর্টে ডেঙ্গু নেগেটিভ আসে। স্বস্তি নিয়ে বাসায় ফিরলেও বুধবার আবার প্রচণ্ড জ্বর আসে নিশাদের। বমির সঙ্গে আসে রক্তও। তাকে ঢামেক হাসপাতালে নিলে সিবিসি টেস্টের পরামর্শ দেন চিকিৎসক। রিপোর্টে দেখা যায়, তার প্লাটিলেট ১৪ হাজারে নেমে গেছে। অথচ এনএস-১-এর রিপোর্টে ডেঙ্গু নেগেটিভ এসেছিল।

এমন চিত্র একটি নয়। মোহাম্মদপুরের বাসিন্দা নাহিদ ও আশা দম্পতির তিন বছরের শিশু তাসফিয়াও একই পরিস্থিতির শিকার। হালকা জ্বরে প্যারাসিটামল খাওয়ানোর পর সুস্থ হলে এরপর থেমে থেমে জ্বর আসে। চার দিন জ্বরের পর এনএস-১ পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়নি। পরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তির পর সিবিসি পরীক্ষায় তার প্লাটিলেট ৩৪ হাজারে নামার তথ্য আসে। গত বৃহস্পতিবার তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। অনেকের ক্ষেত্রেই এমন চিত্র দেখা গেছে।

স্বাস্থ্যবিদরা বলছেন, এনএস-১ পরীক্ষা মূলত ডেঙ্গু জ্বর হওয়ার বা লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে করতে হয়। এ সময়ের মধ্যে এটি ডেঙ্গু শনাক্ত করতে পারে। এরপর এটি আর কার্যকর হয় না। পঞ্চম দিন থেকে এনএস-১ নেগেটিভ হয়ে যেতে পারে। জ্বরের প্রথম তিন দিনের মধ্যে পরীক্ষা করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আবার কোনো দেশের পরীক্ষা শতভাগ সঠিক ফলাফল দিতে পারে না। প্রায় ৮০ ভাগ সঠিক ফলাফল পাওয়া যায়। এ ক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ হলেও তাদের সিবিসি পরীক্ষা করা দরকার।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ কালবেলাকে বলেন, ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পাওয়ার পাঁচ দিনের বেশি হয়ে গেলে আর এনএস-১ পরীক্ষা করে লাভ নেই। সে ক্ষেত্রে ডেঙ্গু আইজিএম, আইজিজি অ্যান্টিবডি টেস্ট করতে হবে। এ ছাড়া রক্তের অন্য পরীক্ষা সিবিসি এবং ইএসআর-ডেঙ্গু পজিটিভ আসার পর এই পরীক্ষাগুলো এক দিন পরপর করতে হয়। কারণ প্লাটিলেটের এবং ডব্লিউবিসি বা শ্বেত-রক্তকণিকার কম-বেশি দেখে ডেঙ্গু পরিস্থিতি অনুমান করা হয়। রোগীর ডেঙ্গু থেকে উন্নতি হচ্ছে কি না, এই টেস্ট করে ধারণা পাওয়া যায়।

সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি: ডেঙ্গুতে এক দিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬১ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে : সালেহউদ্দিন

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

মুনাফার পথে না হেঁটে কৃষকের পাশে, আব্দুল আওয়াল মিন্টুর কৃষিযাত্রা

রাউজানে মহিলা সমাবেশে বিএনপি প্রার্থী গোলাম আকবর খোন্দকার

‘চীনের সম্মতি পেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে’

তৈরি হচ্ছে সাত কলেজের ‘অধ্যাদেশ মঞ্চ’

‘গোল্ডেন টয়লেটে’ সেলফি তুললেন বিজয়

মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, যা জানাল পুলিশ 

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

শাকসু নির্বাচন স্থগিত

১০

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা 

১১

শাকসু নির্বাচন কমিশন থেকে ৮ শিক্ষকের পদত্যাগ 

১২

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

১৩

ফের ইসির সামনে অবস্থান ছাত্রদলের

১৪

শেষ মুহূর্তে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

১৫

মানিকগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

১৬

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি থামাল পাকিস্তান

১৭

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

১৮

ড্রাফট যুগের অবসান, নিলামে ফিরছে পিএসএল

১৯

তারেক রহমানকে ঘিরে একটা নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছি : স্বপন

২০
X