আলী ইব্রাহিম
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

এনবিআরে হচ্ছেটা কী

আন্দোলন-পরবর্তী পরিস্থিতি
এনবিআর ভবন। ছবি : সংগৃহীত
এনবিআর ভবন। ছবি : সংগৃহীত

প্রকৃতিতে এখন ‘ভরা বাদর’ বা ভাদ্র মাসের ভরা বর্ষা। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কোনো কর্মকর্তার জন্য এখন পৌষ মাস। কারও কারও জীবনে আবার নেমে এসেছে সর্বনাশা চাকরিচ্যুতি। আন্দোলনে অংশ নিয়েও কেউ পাচ্ছেন ভালো পদায়ন। একই ‘অপরাধে’ কাউকে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে, হচ্ছেন সাময়িক বরখাস্ত। সামনে কার ভাগ্যে সিকে ছিঁড়ে, কার কপাল পোড়ে তা নিয়েও কাজ করছে সংস্থাটির একটি গোয়েন্দা ইউনিট। সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘ভয় বা অভয়’ ডাক তো আছেই।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ১২ মে। সেদিন মধ্যরাতে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। গোল বাধে তার পরই। কিছু কর্মকর্তা সরকারের এই সিদ্ধান্তকে ‘মর্যাদাহানি’ মনে করে আন্দোলনে নামলেন। অধ্যাদেশ বাতিল চেয়ে ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদেনি’ বলে কিছুদিনের জন্য এনবিআর কার্যালয়কে বানিয়ে ফেললেন কুরুক্ষেত্র। তাদের আন্দোলনের মধ্যে সরকারও পিছু হটে। এই পিছু হটার মধ্যে ছিল যুধিষ্ঠির বা সরকারের ‘অশ্বত্থামা হত ইতি নর নহে কুঞ্জর’ ধরনের ছলনা! ২২ মে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হলো, অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আর সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই চলবে এনবিআরের সব কাজ। এরপর অধ্যাদেশের সংশোধনী নিয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ নেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। সেমিনার আয়োজনের জন্য এনবিআরের কাছে একটি কক্ষও বরাদ্দ চেয়ে লিখিত আবেদন করা হয়। তবে এনবিআরের পক্ষ থেকে সেমিনারের সেই বরাদ্দ মেলেনি। এতে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এই ক্ষোভে ‘ঘৃতাহুতি’ পড়ে এনবিআরের আয়কর বিভাগের ছয় কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির মধ্য দিয়ে। কর্মকর্তারা আবার আন্দোলন শুরু করেন। এবার তারা খোদ এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন। চেয়ারম্যানকে সংস্থার কার্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। আর দাবি আদায়ে শুরু করেন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। ২৮ জুন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হলে দুদিন স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানিসহ এনবিআরের সমস্ত কার্যক্রম। এরপর সরকার তার ‘সুদর্শনচক্র’ প্রয়োগ করে। মানে সংস্থাটির সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা করা হয়। সেদিনই এনবিআর কর্মীদের অবিলম্বে কর্মস্থলে ফেরা এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থের পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পরে সংকট সমাধানে পাঁচ উপদেষ্টাকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার। কর্মকর্তারাও তাদের কর্মসূচি প্রত্যাহার করে কর্মস্থলে ফিরে যান।

কর্মসূচির প্রত্যাহারের আলোচনার দিনই আন্দোলনের সামনের সারির নেতাদের দুর্নীতির তথ্যানুসন্ধানে নামে দুদক। তিন দফায় ১৬ জনের তথ্যানুসন্ধান শুরুর তথ্য দেয় সংস্থাটি। পরে আন্দোলন থামার পর একের পর এক কঠোর ব্যবস্থা নেয় এনবিআর। এর মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর এবং আন্দোলনে সম্পৃক্তদের একের পর এক বরখাস্তের সিদ্ধান্ত আসে। এতে মাঠ পর্যায়ে বরখাস্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এনবিআরের নৈশপ্রহরী থেকে শুরু করে রাজস্ব কর্মকর্তা, কর পরিদর্শকসহ অর্ধশতাধিক কর্মকর্তাকে আন্দোলনের জেরে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ গতকাল সোমবার কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ৯ কর্মকর্তাসহ মোট ৩৬ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। সর্বশেষ বরখাস্ত হওয়া কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা হলেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, মোংলা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম। আর কর ক্যাডারের কর্মকর্তারা হলেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, কর অঞ্চল-৭-এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব, কর অঞ্চল ফরিদপুরের যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান, কর অঞ্চল দিনাজপুরের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া ও সেন্ট্রাল ইন্টিলিজেন্ট সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী।

এর আগে ২৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এনবিআরের আয়কর ও কাস্টমসের চার সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নতুন করে বরখাস্ত হওয়া কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, এনবিআরে দুটি স্বতন্ত্র বিভাগ করার অধ্যাদেশের বিরোধিতা করে এনবিআর ও কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মচারীদের কর্মসূচি চলাকালীন তারা সংগঠকের ভূমিকা পালন করেছেন। তাদের বিরুদ্ধে অন্য কর্মচারীদের ‘দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা প্রধান’ এবং ‘কাজ ত্যাগ করে রাজস্ব ভবনে আসতে বাধ্য করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করার’ অভিযোগ রয়েছে। এ কারণে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের মোবাইল ফোনে বারবার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে এনবিআরের একটি সূত্র জানায়, এনবিআরের আন্দোলনে অংশ নিলেও প্রভাবশালী সদস্যের বলয়ে থেকে বরখাস্ত ও গণবদলি থেকে মুক্তি পেয়েছেন অনেক কর্মকর্তা। আন্দোলনের জেরে গত সপ্তাহে কাস্টমস-ট্যাক্সে বড় ধরনের রদবদল করে এনবিআরের বর্তমান প্রশাসন। এতে নির্দিষ্ট বলয়ের কিছু কর্মকর্তা প্রাইজ পোস্টিং পেয়েছেন। এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া প্রকল্পে পদায়ন করা হয়েছে ১০ কর্মকর্তাকে। এ ছাড়া বিভিন্ন সময়ে অনিয়মের দায়ে স্ট্যান্ড রিলিজ হওয়া কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরেছেন।

এনবিআরের মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান প্রশাসনের কিছু কর্মকর্তার রোষানলে থাকার কারণে আন্দোলনকে পুঁজি করে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা বলছেন, আন্দোলনে সশরীরে উপস্থিত থেকে কেউ পাচ্ছেন প্রাইজ পোস্টিং, কেউ হচ্ছেন বরখাস্ত।

বিষয়টি নিয়ে অর্ধশতাধিক ক্যাডার কর্মকর্তার সঙ্গে কথা বলে কালবেলা। তারা বলছেন, দুটি কারণে এসব হচ্ছে। একটি হচ্ছে চেয়ারম্যানের পদত্যাগ চাওয়া এবং প্রভাবশালী গুটিকয়েক ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে থাকা। তারা এ আতঙ্কের অবসান চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

১১

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

১২

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

১৩

শত শত গাছ আর হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল 

১৪

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মনোয়ারুল কাদির বিটু

১৫

বন্ধুকে বাড়িতে এনে খাওয়ায় নাজমুল, এরপর কুপিয়ে হত্যা

১৬

সিনেমার নায়ক থেকে জনতার নায়ক: থালাপতি বিজয়ের রাজনীতিতে অভিষেক

১৭

মেনস্ এশিয়া কাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

১৮

পর্যটক পরিচয়ে রুম বুকিং, অতঃপর...

১৯

আকিজ বশির গ্রুপে নিয়োগ, দ্রুত আবেদন করুন

২০
X