সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
তারেক রহমানের সফর

সিলেটি জামাইকে বরণে প্রস্তুতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি শ্বশুরবাড়ি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই আধ্যাত্মিক নগরী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ডাক দেবেন তিনি। তারেক রহমান সিলেটে আগমন করবেন, এ খবরে সিলেটসহ বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সিলেটি জামাই বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সিলেটবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাকে সফল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কথাও জানানো হয়েছে। বিএনপি নেতারা দাবি করেছেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশেই কর্মসূচি পালিত হবে।

বিএনপি সূত্রে জানা যায়, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এ জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সিলেট মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন ইউনিট ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠ সাজানো, মঞ্চ নির্মাণ, পোস্টার-ব্যানার ও প্রচারের পরিকল্পনা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। আয়োজকরা আশা করছেন, জনসভায় সিলেট বিভাগের চার জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটবে।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সিলেট শুধু একটি বিভাগীয় শহর নয়, বরং রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করার মাধ্যমে জনগণের মধ্যে নতুন বার্তা দিতে চায় দলটি। বিশেষ করে তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট হওয়ায় এই সফরের রয়েছে আলাদা আবেগ ও রাজনৈতিক গুরুত্ব।

বিএনপি সূত্রে আরও জানা যায়, ২২ জানুয়ারি সফরের দিন সকালে সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন হবিগঞ্জেও একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সিলেটের বিএনপির শীর্ষ নেতাদের কাছ থেকে জানা যায়, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা বিএনপির জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। এতে করে দলটি সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে নিজেদের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে পারবে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ কালবেলাকে বলেন, দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, এই জনসভা থেকে সারা দেশে একটি শক্তিশালী বার্তা যাবে।

তিনি আরও বলেন, আমরা আনন্দিত তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন। আমাদের যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা উনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা আছি।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী কালবেলাকে বলেন, আমাদের চেয়ারম্যানকে বরণ করার জন্য সিলেটের মানুষের মধ্যে বাড়তি আনন্দ বিরাজ করছে। আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, এবারও অনুরূপভাবে আমাদের নেতা নির্বাচনী কার্যক্রম সিলেট থেকে শুরু করবেন। যেহেতু ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেহেতু তিনি ২২ তারিখই সিলেটে আসার বিষয়ে জেনেছি। চূড়ান্ত সূচি এখনো আমরা জানি না। তবে যখনই আসুন না কেন, তিনি আসবেন।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়ার লক্ষ্যেই কাজ চলছে।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, তারেক রহমান দীর্ঘ বছর পর সিলেটে আসছেন। পাশাপাশি নির্বাচনী প্রচার গতানুগতিকভাবে সিলেট থেকেই শুরু হবে। তারই ধারাবাহিকতায় আমাদের দলের চেয়ারম্যান সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এ ছাড়া সিলেটে আমাদের নেতার শ্বশুরবাড়িও। প্রায় ২২ বছর পর তিনি শ্বশুরবাড়ি এলাকায় আসছেন। অনুষ্ঠান সফল করতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১০

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১১

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১২

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৩

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৪

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৫

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৬

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৭

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

২০
X