কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

ইরানে ক্ষমতা পরিবর্তনের ডাক রেজা পাহলভির

সরকারবিরোধী সহিংস আন্দোলন
ইরানে ক্ষমতা পরিবর্তনের ডাক রেজা পাহলভির

ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহিংসতার জন্য দায়ী করেছেন। দেশটির শাসনব্যবস্থা যখন এক অভূতপূর্ব চাপে, তখন ইরানের সাবেক রাজা মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা সিরি পাহলভি দাবি করেছেন, তিনি ইরানের নেতৃত্বে আসার জন্য ‘বিশেষভাবে উপযুক্ত’।

পাহলভির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশজুড়ে চলমান বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৮৮৫ জন সাধারণ বিক্ষোভকারী।

রেজা পাহলভি বলেন, ‘ইরানিরা মাটিতে জীবন দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন তাদের পাশে দাঁড়ানোর সময়।’ তিনি বলেন, এই সরকার পতনের পথে আছে। সহায়তা পেলে এই পতন আরও দ্রুত ঘটবে এবং অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে।

পাহলভি আরও দাবি করেন, ‘নিরাপত্তা

বাহিনীর বড় একটি অংশ সাধারণ মানুষের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছে এবং আমার প্রতি আনুগত্যের বার্তা দিচ্ছে।’ তিনি বলেন, ‘ইরানি জনগণের সঙ্গে আমার যে বন্ধন জন্মলগ্ন থেকেই তৈরি হয়েছে, তা নির্বাসনে থেকেও ভাঙা সম্ভব নয়।’

একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বকে লক্ষ্য করে। যদিও তিনি সরাসরি বিদেশি সেনা মোতায়েনের পক্ষে নন।

অন্যদিকে খামেনি শনিবার এক বক্তব্যে ট্রাম্পকে ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা, অপবাদ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য ‘অপরাধী’ হিসেবে দায়ী করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো এই সহিংসতার পেছনে রয়েছে। তারা বহু সরকারি স্থাপনা পুড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষের সম্পদ ধ্বংস করেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করেছে। খামেনি বলেন, ‘আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেব না; কিন্তু দেশি-বিদেশি অপরাধীদের বিনা শাস্তিতে ছাড়ব না।’

ইরানের বিভিন্ন শহরে এরই মধ্যে বড় পরিসরে ধরপাকড় শুরু হয়েছে। সরকারি তথ্যমতে, কেবল গিলান প্রদেশেই গ্রেপ্তার করা হয়েছে ৫০ জন ‘মূল হোতা’। মাশহাদে গ্রেপ্তার করা হয়েছে ২২ জন, যাদের বিরুদ্ধে সহিংসতার নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে। তেহরানে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, যারা দেশবিরোধী মুজাহিদিন খালক গ্রুপের সঙ্গে যুক্ত বলে দাবি করছে সরকার।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এক নারীর পরিচয় মিলেছে, যিনি ‘রাহা পারহাম’ ছদ্মনামে রেজা পাহলভির পক্ষে কাজ করছিলেন এবং আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তবে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

বিক্ষোভের খবর প্রচারেও ছিল কঠোর বিধিনিষেধ। গত ২০০ ঘণ্টা ইরানজুড়ে ছিল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। শনিবার থেকে আংশিকভাবে ইন্টারনেট ও এসএমএস সেবা চালু হয়েছে বলে জানায় দেশটির কয়েকটি সংবাদমাধ্যম। তবে সংযোগ এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি।

এমন এক পরিস্থিতিতে যখন সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ তীব্র, এবং সহিংসতায় মৃতের সংখ্যা বাড়ছে, তখন পাহলভির মতো নির্বাসিত রাজপুত্রের নতুন নেতৃত্বের ডাক এবং আন্তর্জাতিক সমর্থনের আবেদন ইরানে ক্ষমতার ভারসাম্যে নতুন করে প্রশ্ন তুলছে।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, সেখানে আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান, অভ্যন্তরীণ জনরোষ এবং ক্ষমতার কেন্দ্রগুলোতে বিভাজন—সব মিলিয়ে ইরান এক অনিশ্চিত রাজনৈতিক উত্তরণের মুখে দাঁড়িয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই কোষ্ঠকাঠিন্য দূর করার ৬ সহজ উপায়

কিছু মানুষ কেন ক্ষুধা পেলে রেগে যান

১৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

টিভিতে আজকের যত খেলা

উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথমবার এলএনজি রপ্তানির চুক্তি করল ভেনেজুয়েলা

ইরানে নতুন নেতৃত্ব দরকার : ট্রাম্প

১৮ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যৌথবাহিনীর অভিযানে জামায়াতের সাবেক নেতাসহ আটক ২

১০

সফল হতে নাশতার আগেই যেসব কাজ করবেন

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

১৫

২৪-০ গোলে জিতলেন ঋতুপর্ণারা

১৬

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

১৭

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

১৮

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

১৯

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

২০
X