শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

গণভোটের সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত

ডামুড্যায় নুরুদ্দিন অপু
গণভোটের সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত

জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের—এ বিষয়ে বিএনপির দলীয় কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, ‘গণভোটের বিষয়ে দলের (বিএনপি) পক্ষ থেকে কোনো দিকনির্দেশনা নেই। গণভোটে অংশগ্রহণ ও ভোট প্রদানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জনগণের ব্যক্তিগত বিষয়। যার যার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন ভোটাররা।’ গতকাল রোববার দুপুরে ডামুড্যার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাজী জিন্নাত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এ একান্ত সচিব।

দেশের মানুষ দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘গণভোটের ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত নেই। এটি প্রতিটি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। জনগণ কোনটার পক্ষে ভোট দেবে, সেটি প্রভাবিত করার কোনো সুযোগ নেই এবং থাকা উচিতও নয়। দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এখন থেকে তারা স্বাধীনভাবে, নিজ নিজ বিবেচনায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।’

ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে ধানের শীষের জনপ্রিয় এই প্রার্থী বলেন, ‘ভোট অর্থ হচ্ছে মতামত, আর গণভোট হচ্ছে জনগণের সম্মিলিত মতামত। তাই এ বিষয়টি জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত। তারাই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী মত প্রকাশ করবেন।’

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনমুখী। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে দেশের পরিবেশ শান্ত রয়েছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো ধরনের চক্রান্তই আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না।

এর আগে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পূর্ব ডামুড্যা ইউনিয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। পরে এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করবেন বলে জানান।

পরিদর্শন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার উপকরণ হিসেবে ক্রিকেট ব্যাট, বল, ফুটবল, ভলিবল এবং ব্যাডমিন্টন খেলারসামগ্রী বিতরণ করেন। নুরুদ্দিন আহাম্মেদ অপুর কাছ থেকে খেলাধুলার এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পরে তিনি পূর্ব ডামুড্যা ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। এসব কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া প্রার্থনা করেন নুরুদ্দিন অপু। এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ডামুড্যা উপজেলার নিহত বিএনপি পরিবারের সদস্য ও সুধীজনদের কবরও জিয়ারত করেন।

কর্মসূচি শেষে নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, জনগণের পাশে থেকেই বিএনপি রাজনীতি করে। মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলোই আগামী দিনের রাজনীতির মূল ভিত্তি হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু মীর, উজ্ব্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারীসহ বিএনপির বিভিন্ন ইউনিটের স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

মানুষ একটি পরিবর্তন চায় : তারেক রহমান

একটি দল আ.লীগের ভূমিকায় নিজেদের উপস্থাপন করছে : আসিফ মাহমুদ

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

১০

‘নিউ গাজা’ নিয়ে যেসব পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১১

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

১২

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

১৩

সব শঙ্কা উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

১৪

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

১৫

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

১৬

‘সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা’

১৭

রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন

১৮

বাংলাদেশের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন জয় শাহ

১৯

শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

২০
X