শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
এনামুল হক রানা, নরসিংদী
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
প্রিন্ট সংস্করণ
নরসিংদী

পাঁচটি আসনেই বিএনপি অপ্রতিদ্বন্দ্বী

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া স্পষ্টতই বিএনপির অনুকূলে বইছে। মাঠপর্যায়ের রাজনীতি, জনসংযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় দেখা গেছে, প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বী জামায়াত ও এনসিপি প্রার্থীসহ অন্যান্য প্রার্থীর তুলনায় বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। সাধারণ ভোটারদের মধ্যে বিএনপির প্রতি আস্থা ও ভরসার জায়গা ক্রমেই দৃঢ় হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি ভোটের মাঠে বিপ্লব ঘটাবে বলে আশা সাধারণ মানুষের।

নরসিংদীর পাঁচটি আসনেরই গ্রাম-গঞ্জ, হাট-বাজার, চা-স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির প্রার্থীরা। দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে ক্ষোভ ও হতাশা জমেছে, এর বাস্তব প্রতিফলন ঘটছে নির্বাচনী আলোচনায়। এই প্রেক্ষাপটে বিএনপি প্রার্থীরা নিজেদের জনগণের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে সক্ষম হচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই বিএনপিকে দেখছেন ‘পরিবর্তনের আশ্রয়স্থল’ হিসেবে। বিশেষ করে তরুণ ভোটার ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে সরকারের সমালোচনা ও বিকল্প রাজনৈতিক শক্তির খোঁজ স্পষ্ট। একাধিক ভোটার জানান, তারা অতীতের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় ভোটের সিদ্ধান্ত নিচ্ছেন। তাদের ভাষায়, এই মুহূর্তে বিএনপিই জনগণের কথা বলছে এবং আগামীতেও বিএনপিই জনগণের কথা শুনবে।

নরসিংদী-১: সদর উপজেলার এ আসনে বরাবরই বিজয়ী হয়ে আসছে বিএনপি। ১৯৯১ সাল থেকে ২০০১ এবং ২০০৫ সালের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেন। বর্তমানে এ আসনে বিএনপির প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। নির্বাচনী এলাকায় তার রয়েছে ব্যাপক পরিচিতি। বিগত সময়ে স্বৈরাচার সরকার পতন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন খায়রুল কবির খোকন। যার কারণে মানুষ তাকে আরও বেশি পছন্দ করেন।

নরসিংদী-২: পলাশ উপজেলা নিয়ে গঠিত আসটিতেও ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা জয় লাভ করেন বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এবারের নির্বাচনেও তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এলাকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চারবারের এই সংসদ সদস্য। এলাকার প্রতিটি মানুষ তাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। এ আসনের প্রতিটি ভোটার তাকে পছন্দ করেন এবং ভোট দিয়ে জয়যুক্তসহ বিপ্লব ঘটাবে বলে জানান।

নরসিংদী-৩: শিবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা জয় লাভ করেছেন বিএনপির প্রার্থী আব্দুল মান্নান ভূঁইয়া। এবারের নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহী। তিনিও এলাকায় ব্যাপক জনপ্রিয় নেতা। মনজুর এলাহী একজন শিল্পপতি ও সমাজসেবক হিসেবে রয়েছে তার ব্যাপক পরিচিতি।

নরসিংদী-৪: মনোহরদী ও বেলাব উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পয়েছেন তিনবারের এমপি ও জেলা বিএনপির সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ আসনে তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এমপি নির্বাচিত হন। নির্বাচনী এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। তিনি মাঠের রাজনীতি করেন। কৃষক-কৃষাণির পছন্দের প্রার্থী।

নরসিংদী-৫: রায়পুরা উপজেলা নিয়ে গঠিত এ আসনে বরাবরই মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিল বিএনপি। এবার আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং বিগত ১৭ বছরের স্বৈরাচারী রাজনৈতিক সংকটের কারণে এবার বিএনপি শতভাগ এগিয়ে রয়েছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল। এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিতি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রায়পুরার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১০

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১১

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১২

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১৩

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১৪

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১৫

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

১৬

বিএনপির আরেক নেতাকে গুলি

১৭

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

১৮

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

১৯

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

২০
X