জুনায়েদ শিশির
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তায় দরপতন শেয়ারবাজারে

দাম কমেছে ১৪৮টির
ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তায় দরপতন শেয়ারবাজারে

যুক্তরাষ্ট্র ভিসা নীতি বাস্তবায়ন শুরু করেছে গত শুক্রবার থেকে। নির্দিষ্ট পেশার কথা উল্লেখ করা হলেও কোনো ব্যক্তির নাম প্রকাশ করেনি দেশটি। তবে এ নিয়ে দেশে চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে রাজনীতির সঙ্গে সক্রিয় ব্যবসায়ী নেতাদের নাম থাকতে পারে—এমন গুঞ্জন সব থেকে বেশি। এর প্রভাবে গতকাল দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।

সম্প্রতি বীমা খাতের শেয়ার এককভাবে দাপট দেখালেও গতকাল রোববার ছিল ভিন্ন চিত্র। এদিন বীমাসহ সব খাতের শেয়ারের দরপতন হয়েছে। এর মধ্যে শীর্ষে ছিল পেপার ও প্রিন্টিং, পাট, বীমা, খাদ্য, আইটি, বিবিধ, ওষুধ শিল্প খাত। টেলিযোগাযোগ, সিরামিক ও সরকারি বন্ডের কোনো শেয়ারের লেনদেন হয়নি গতকাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে প্রায় ২৯ পয়েন্ট। ৩১০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট অংশগ্রহণ করেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের লেনদেনের বিধিনিষেধ ও অর্থনৈতিক মন্দার সঙ্গে যোগ হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন। তাই দেশের বিনিয়োগকারীরা বিভিন্ন দিক চিন্তা করছেন। ফলে শেয়ারবাজার নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে ভিসা নীতির প্রয়োগের ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক কাজ করছে।

জানা গেছে, গতকাল শেয়াবাজারের বিভিন্ন ব্রোকারেজ হাউস ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধান আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও কালবেলাকে বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রভাব এই খাতেও পড়ছে। খবরটি জানার পর থেকে বিনিয়োগকারীরা এ নিয়ে আলোচনা শুরু করেছে, যা আজকের (গতকাল) বাজারকে প্রভাবিত করেছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান বলেন, শেয়ারবাজারে গুজব একটি প্রচলিত বিষয়। এটি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। এর আগে শ্রীলঙ্কার অস্থিরতার প্রভাব আমাদের শেয়ারবাজারে পড়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব এখনো রয়েছে। বিশ্বের অনেক বিষয়কে আমাদের বিনিয়োগকারীরা ইস্যু হিসেব দাঁড় করিয়ে নিজেরাই বিপদে পড়ছেন। এটা শেয়ারবাজারের জন্য ক্ষতিকর। ভিসা নীতির বিষয়ও তেমনই গুজব তৈরি করা হয়েছে। আমার কথা হলো, ভিসা নীতির সঙ্গে শেয়ারবাজারের কোনো সম্পর্ক নেই। কারণ শেয়ারবাজার নির্বাচন বা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না।

তবে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, দেশের অর্থনীতি অনেকদিন থেকে খরাপ যাচ্ছে। শেয়ারবাজার অনেক ছোট হয়ে গেছে। নতুন কোনো বিনিয়োগ নেই। কেউ আসতে চাচ্ছে না। এর মধ্যে যারা আছে তাদের কাছে রাজনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনকেন্দ্রিক বিনিয়োগকারীরা পর্যবেক্ষণের ভূমিকায় রয়েছে। এখন এর সঙ্গে ভিসা নীতির বাস্তবায়ন যুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন চিন্তা যোগ হতে পারে। আজকের (গতকাল) বাজারে যে বিষয়টি কাজ করেছে, তাকে রাজনৈতিক বা ভিসা নীতির প্রভাব বলা যায়। এ ছাড়া বাজারে যে প্লেয়ার রয়েছে, তারাও এখন নিষ্ক্রিয়। এর মধ্যে কিছু জুয়াড়ি বীমা নিয়ে কিছুদিন নাড়াচাড়া করেছে। এখন বীমারও অবস্থা খারাপ। শেয়ারবাজার যে অবস্থায় রয়েছে, সেখানে ভিসা নীতি বা অন্য নীতি যাই হোক, সেটি নিয়ে অবাক হওয়ার কিছু নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে সিঙ্গার

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

ডিএমএফের নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা

নৌপুলিশ বোটে আগুন

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

রাজধানীতে আজ কোথায় কী

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১০

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

১১

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

১২

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

১৬

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

১৭

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

১৮

কিপারের হেডে রিয়ালের পতন

১৯

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X