

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থীসহ পাঁচ প্রার্থীর প্রতিনিধিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) বন্দর ও ফতুল্লা এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম।
জানা গেছে, অভিযানে যানবাহনে অবৈধভাবে নির্বাচনী স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুন, চেয়ার প্রতীকের প্রার্থী বাহাদুর শাহ এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদের প্রতিনিধিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে তোরণ নির্মাণের অভিযোগে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাশেমীর সমর্থককে দেলপাড়া বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি স্টিকার বহন করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় পাঁচ প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চারটি অভিযান আমি পরিচালনা করি, অন্য অভিযানটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর পরিচালনা করেন।
মন্তব্য করুন