কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

মিষ্টির প্যাকেটে ঘুষের টাকা নিতেন দুদক ডিজির পিএ

গৌতম ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
গৌতম ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের (ডিজি) ব্যক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্য। দুদক কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ভুয়া চিঠি পাঠাতেন তিনি। পরে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। সর্বশেষ এমনই এক ব্যবসায়ীকে ভুয়া অভিযোগ নিষ্পত্তির জন্য মিষ্টির প্যাকেটে করে ২০ লাখ টাকা আনতে বলেছিলেন তিনি। সেই টাকা লেনদেনের সময় গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন গৌতম ও তার সহযোগীরা।

গোয়েন্দা পুলিশ বলছে, গৌতম দীর্ঘদিন ধরে দুদকে কাজ করার সুবাদে কীভাবে দুর্নীতি সংক্রান্ত নোটিশ পাঠাতে হয়, কীভাবে অভিযুক্তদের কাছ থেকে আত্মপক্ষ সমর্থনমূলক ব্যাখ্যা নেওয়া হয়—এসব জানতেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি একটি ভুয়া দুদক কর্মকর্তার টিম গড়ে তোলেন। এর সঙ্গে জড়িত রয়েছে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যও। এভাবে বিভিন্ন ব্যবসয়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

গ্রেপ্তার অন্যরা হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. এসকেন আলী, হাবিবুর রহমান ও পরিতোষ মণ্ডল।

গ্রেপ্তারের পর গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ২০ জুন বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের ব্যবসায়ী মো. আশিকুজ্জামানের বাসায় দুদকের মনোগ্রাম সংবলিত খাকি রঙের খামে একটি নোটিশ নিয়ে যান কথিত এক দুদক কর্মকর্তা। ওই চিঠিতে আশিকুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ব্যবসার আড়ালে স্বর্ণের চোরাচালান ও মানি লন্ডারিং নিয়ে। এই অভিযোগ শুনে ব্যবসায়ী ঘাবড়ে গেলে মোবাইল ফোন বন্ধ করে রাখার পরামর্শ দেন কথিত দুদক অফিসার।

ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, একপর্যায়ে ডিবি, সিআইডির ভয় দেখিয়ে ওই ব্যক্তি নিজের ফোন থেকে দুদকের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ব্যবসায়ীকে কথা বলিয়ে দেন। ওই কথিত ঊর্ধ্বতন কর্মকর্তা ভিকটিমকে আরও ভয় দেখানোর জন্য দুদকের জিম্মায় এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন। একই সঙ্গে তার সব সম্পত্তি ক্রোক করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে বলে জানান। এ অবস্থায় চিঠি বাহক অভিযোগ নিষ্পত্তির জন্য দুই কোটি টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, একপর্যায়ে দুদকের কথিত ঊর্ধ্বতন কর্মকর্তা আশিকুজ্জামানকে প্রথম ধাপে ২০ লাখ টাকা নিয়ে মতিঝিলের হিরাঝিল হোটেলে দেখা করতে বলেন। এ সময় ভুক্তভোগীকে মিষ্টির প্যাকেটে করে টাকা বহন করতে নির্দেশনা দেওয়া হয়। ওই ব্যবসায়ী বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে গত শুক্রবার হিরাঝিল হোটেলে টাকা গ্রহণের সময় অভিযুক্তদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যে খামে চিঠি বহন করা হতো, সেটি দুদকের আসল খাম। গৌতম দুদকে কাজ করার সুবাদে অফিস থেকেই খাম সংগ্রহ করত। এ ছাড়া দুদকের ম্যানুয়াল থেকে চিঠির ফরমেট নিয়ে নাম ঠিকানা পরিবর্তন করে ভুয়া চিঠি তৈরি করতেন তিনি। এর সঙ্গে আরও কোনো দুদক কর্মকর্তা জড়িত রয়েছে কি না খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা।

ডিবি কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার গৌতম দীর্ঘদিন ধরে দুদকের বিভিন্ন মহাপরিচালকদের পিএ হিসেবে কাজ করে আসছেন। তিনি কখনো দুদকের ডিজি (তদন্ত), ডিজি (অ্যাডমিন), ডিজি (প্রসিকিউশন), ডিজির (মানি লন্ডারিং) অফিসের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কাজ করেছেন। গৌতম কর্ম সূত্রেই জানেন, দুর্নীতি সংক্রান্তে কীভাবে মানুষকে নোটিশ পাঠাতে হয়, কীভাবে তাদের কাছ থেকে আত্মপক্ষ সমর্থনমূলক ব্যাখ্যা নেওয়া হয় এবং কীভাবে অভিযোগ গঠন করা হয়। এই অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি তার দুষ্কর্মের সহযোগীদের দিয়ে বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি এবং চাকরিজীবীকে টার্গেট করে তাদের ব্যক্তিগত নানা তথ্য সংগ্রহ করেন। এরপর দুদকের চিঠির খাম ও প্যাডে সংস্থাটির ফরমেট ব্যবহার করে অভিযোগের নোটিশ পাঠাতেন। এরপর কখনো মোবাইল হোয়াটসঅ্যাপে কথা বলে, কখনো শিল্পকলা একাডেমির ভেতরে বসে, কখনো আশপাশের বিভিন্ন হোটেলে টার্গেটের টাকায় খেতে খেতে তাদের অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া বা সমঝোতার নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

মেয়াদ আছে তো!

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১০

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১১

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১২

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৩

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১৬

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৭

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১৮

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১৯

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

২০
X