পাঁচ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ ৩ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ পাঠ করাবেন। শপথের পরই তারা সিটি করপোরেশনে তাদের আসনে বসবেন এবং অফিশিয়াল কার্যক্রম শুরু করবেন। তবে বরিশাল ও সিলেটের নতুন মেয়র এখনই দায়িত্ব বুঝে পাচ্ছেন না।
রাজশাহী ও খুলনার মেয়র পুনর্নির্বাচিত। আর গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বপ্রাপ্ত থাকার কারণে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন শপথ নেওয়ার পরপরই চেয়ারে বসতে পারবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন তৃতীয়বারের মতো রাজশাহী সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২১ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। পুনরায় নির্বাচিত হওয়ায় তার এখানে আগের মেয়রের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়ার সুযোগ নেই।
একইভাবে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকও পুনরায় মেয়র নির্বাচিত হন। গত ১৩ জুনের ভোটে তিনি ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হন। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনও শপথ গ্রহণের পরই আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতে পারবেন।
সদ্য শেষ হওয়া সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজার ১৯৭ ভোটে হেরে যান। টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পান ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। ফলে এখানে নতুন মেয়রের শপথ নেওয়ার পরপরই দায়িত্ব পালনে সমস্যা নেই।
তবে বরিশালের আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ৩ জুলাই শপথ নেওয়ার পর আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ আগামী অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান মেয়রের মেয়াদ।
অন্যদিকে সিলেটের বর্তমান মেয়র বিএনপি সমর্থিত আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে আগামী আগস্টে। তাই নবনির্বাচিত আওয়ামী সমর্থিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শপথ নেওয়ার পরপরই চেয়ারে বসতে পারছেন না।
মন্তব্য করুন