শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

শেষ শুক্রবার প্রণয়ের অন্তিম সুর

শেষ শুক্রবার প্রণয়ের অন্তিম সুর

অমর একুশে বইমেলার শেষ শুক্রবার ছিল গতকাল। এদিন পাঠক, লেখক, প্রকাশকদের সমাগমে বইমেলা পরিণত হয় লোকারণ্যে। মেলা শুরু হয় সকাল ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। বিক্রয়কর্মী ও প্রকাশকরা বলছেন, মেলায় মানসম্পন্ন অনেক বই আছে। পরিবার-পরিজন শিশুদের নিয়ে বইমেলায় আসার বিকল্প নেই। এদিকে শিশুচত্বরে সিসিমপুরের আয়োজকরা বলছেন, মেলার শেষ শিশুপ্রহর ছিল গতকাল। এদিন মেলায় ছিল সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বিকেলে মেলা মহাজনসমুদ্রে পরিণত হয়।

মেলার ২৩তম দিন এর প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার শেষ সময়ও বড়দের পাশাপাশি ভিড় ছিল শিশুদের। গতকাল সকালে শিশুপ্রহর থাকায় অভিভাবকের হাত ধরে দলে দলে আসতে থাকে শিশুকিশোর। বই নিয়ে ছোটাছুটি করতে দেখা যায় তাদের। এদের অনেকেই এত ছোট যে তাদের জানা নেই বই কী। তার পরও বইমেলায় এসেছে বাবা-মা বা অভিভাবকের হাত ধরে। তারা ছুটে বেড়াচ্ছে এক স্টল থেকে আরেক স্টলে। তাদের প্রধান আকর্ষণ ছিল সিসিমপুরের হালিম, টুকটুকি, ইকরিরা। এসব চরিত্র শিশুদের আনন্দে মাতিয়ে রাখে। আগ্রহ বাড়ছে বইয়ের প্রতি।

প্রথম শ্রেণিতে পড়ে জান্নাতুল আঁখি। বইমেলায় এসেছে তার মায়ের সঙ্গে। আসার আগে রমনা পার্কসহ বিনোদনের স্থানগুলো ঘোরাঘুরি শেষে সকাল সাড়ে ১১টার দিকে মেলায় প্রবেশ করে কয়েকটি শিশুদের বই নিয়েছে আঁখি ও তার মা। ছড়া, কবিতা জানে কি না জানতে চাইলে, ‘হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম’ ছড়া আবৃত্তি করে শোনায় সে। গ্রিন রোড থেকে পঞ্চম শ্রেণির আরিফকে নিয়ে মেলায় এসেছে তার বাবা শিহাব মাহমুদ। তিনি জানান, শিশুপ্রহর হওয়ায় সন্তানকে নিয়ে মেলায় এসেছি। সকালে বাচ্চার জন্য বই কিনেছি। এখন নিজের ও পরিবারের জন্য বই কিনব।

বিভিন্ন স্টলে বিক্রেতা জানান, বইমেলার আজ শেষ শুক্রবার হওয়ায় অন্য যে কোনো শুক্রবার থেকে

ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা বেশি, সেইসঙ্গে বিক্রিও ভালো হচ্ছে। এদিকে, দুপুরের পর থেকে মেলা প্রবেশদ্বারে তৈরি হয় বইপ্রেমীদের দীর্ঘ সারি। এ বছর বইমেলা উদ্বোধনের পর থেকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলার শেষ শুক্রবার বেলা গড়াতেই বিকেলে মেলা জনসমুদ্রে পরিণত হয়। এদিন বিকেল ৩টার পর হাজার হাজার পাঠক-দর্শনার্থীর ভিড়ে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে তিল পরিমাণ জায়গা অবশিষ্ট ছিল না। চারিদিকে ঝাঁকে ঝাঁকে মানুষ আর মানুষ। কেউ এসেছেন তাদের আদরের সোনামণি সন্তানদের নিয়ে, কেউ তার প্রিয়তমা, বন্ধু-বান্ধবী ও পরিবারের সবাইকে নিয়ে অথবা কেউ কেউ এসেছে নিঃসঙ্গ। তাদের মধ্যে এমনই একজন মানিকগঞ্জ থেকে একা মেলায় ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী রাকিব বলেন, শুক্রবার সকালে মানিকগঞ্জ থেকে মেলায় এসেছি, সারাদিন বইমেলা ও টিএসসি এলাকা ঘুরলাম। যেহেতু মেলার শেষ শুক্রবার। এ বছরে আমার এটাই প্রথম বইমেলায় আসা। এদিন আমার কলেজ-টিউশনি ছুটি ছিল, তাই চলে আসছি। কয়েকটি বই কিনেছি। এখন আবার মানিকগঞ্জ ফিরে যাচ্ছি।

শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান বলেন, সাহিত্যচর্চা বা লেখালেখি একটি চলমান প্রক্রিয়া। প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে সম্মিলন ঘটিয়ে এগিয়ে যাবে। বইমেলায় মানসম্পন্ন অনেক বই আছে। পাঠকদের সেগুলো খুঁজে বের করে সংগ্রহ করতে হবে। তবে এবার পাঠক আসলে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। তারা সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্রবিন্দু করে বইমেলায় আসছে। আগের মতো সাহিত্যের বই মেলায় বিক্রি হচ্ছে না। আসলে একটা সময় বইমেলার উদ্দেশ্যই ছিল বাংলা সাহিত্য, রাজনীতি, অসাম্প্রদায়িক, গবেষণাধর্মী ও দর্শনকে তুলে ধরা একটা বিপুল সংখ্যক মানুষের সামনে। তবে এখন তা মোটেই বাস্তবায়ন হচ্ছে না। এখন বইমেলায় সাম্প্রদায়িক, ইস্যুভিত্তিক পপুলারিজমকে কেন্দ্র করে বই প্রকাশ করছেন অনেকে। তাই তরুণদের কাছে ভালো বই পৌঁছাতে পারছে না বইমেলা। বইমেলার দুদিন বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, যদি বাংলা একাডেমি বইমেলার সময় দুদিন বাড়ান, তাহলে কিছুটা লাভবান হতে পারবে প্রকাশনাগুলো। কারণ এ মাসের শেষ দিন বৃহস্পতিবার। আমরা সবাই জানি বইমেলার শেষ দিন যদি শুক্র ও শনিবার হয়, তাহলে মেলায় স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিনগুণ পাঠক-দর্শনার্থী আসেন। এতে তুলনামূলক বই বিক্রি বাড়ে।

মেলায় ঘুরতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিঙ্কু কর্মকার জানান, মেলার শেষ শুক্রবার হওয়ায় মেলায় প্রচুর দর্শনার্থী এসেছেন। শনিবার বাড়ি চলে যাব, তাই কয়েকটি বই নিয়ে গেলাম। হয়তো এ বছর মেলায় আসা হবে না।

বৃহস্পতিবার বৃষ্টি হওয়ায় গতকাল বইমেলায় ছিল আরামদায়ক পরিবেশ। ধুলা ছিল না মোটেই। পাঠকরা ঘুরে ঘুরে দেখেশুনে বই কিনেছেন। এদিন সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর। প্রধান অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: আখতারুজ্জামান ইলিয়াস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মামুন হুসাইন। আলোচনায় অংশ নেন ওয়াসি আহমেদ এবং জাফর আহমদ রাশেদ। সভাপতিত্ব করেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

এদিন নতুন বই এসেছে ৯৭টি। কথাপ্রকাশ এনেছে ইমতিয়ার শামীমের গল্প ‘গোপন রাজনীতির গল্প’, শব্দশৈলী থেকে তসলিমা নাসরিনের উপন্যাস ‘শোধ’, কথাপ্রকাশ থেকে রামেন্দু মজুমদারের ‘আমাদের দায় আমাদের প্রত্যাশা’ ও ফরিদুর রেজা সাগরের কিশোরসাহিত্য এবং সময় প্রকাশন এনেছে কিশোর সমগ্র-১৫ এবং কিশোর সমগ্র-১৬।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরি, থানায় মামলা

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কাঠগড়ায় টুলে বসলেন মাইটিভির নাসির, ৪০ মিনিট দাঁড়িয়ে ক্ষোভ আনিসুল-মেননের

মির্জা ফখরুলের কাছে যেসব প্রশ্ন রাখলেন ফুয়াদ

মেঘনার দুই ইলিশ বিক্রি সাড়ে ১১ হাজার

ভারত বুঝতে পেরেছে, চীনের সঙ্গে বন্ধুত্বটা কেন দরকার

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

১০

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

১১

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

১২

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

১৩

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

১৪

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৫

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

১৬

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

১৭

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

১৮

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

১৯

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

২০
X