শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

লেখক-প্রকাশকদের জমজমাট আড্ডা

লেখক-প্রকাশকদের জমজমাট আড্ডা

বইয়ের প্রতি বাঙালির ভালোবাসা অবিরাম। বইমেলা শুরু হলে পাঠক, লেখক-প্রকাশকদের মিলন উৎসবে পরিণত হয় বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। প্রতি বছরই মেলা কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন অগণিত লেখক, পাঠক-দর্শনার্থী। গতকাল শনিবার অমর একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখা যায় নোয়াখালীর সুবর্ণচর থেকে আসা কবি ফিরোজ শাহ, মহেশখালী থেকে কবি নিলয় রফিক ও অনিন্দ্য জসিমকে। তাদের আড্ডার মুখ্য আলোচনা ছিল মেলা উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা কবি ও লেখকদের ঢাকায় থাকার জায়গার সংকট নিয়ে।

কবি ফিরোজ শাহ বলেন, বাংলা একাডেমির উচিত ঢাকার বাইরে থেকে আসা লেখকদের জন্য অন্তত প্রতি বছর বইমেলায় রেস্ট হাউস বা মেসের ব্যবস্থা করা। কারণ, দেশের প্রত্যন্ত এলাকার লেখকরা থাকার জায়গা না থাকার কারণে উচ্ছে থাকলেও বইমেলায় আসছেন না। অনেকে আত্মীয়স্বজনের বাসায় থাকলেও সবার পক্ষে তা সম্ভব নয়। তাই ঢাকায় স্বল্পমূল্যে লেখকদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা যদি করা যেত, তাহলে প্রত্যন্ত অঞ্চলের ভালো মানের লেখক-প্রকাশক ও পাঠকরা এখানে আসতে পারতেন। তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এবারও বইমেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে লিটলম্যাগ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লিটলম্যাগ দেশের তরুণ সাহিত্যিকদের সাহিত্যচর্চার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। কিন্তু এবারের বইমেলায় লিটলম্যাগ চত্বরে অসন্তোষ আছে। কারণ, আমাদের চত্বরটি এবার পেছনে পড়ে গেছে। কিন্তু এই চত্বরে আরও বেশি নান্দনিক ও মেলার মধ্যভাগে থাকার কথা। আমার প্রত্যাশা, আগামী বছর কীভাবে লিটলম্যাগ চত্বরকে নান্দনিকভাবে সাজানো যায়, সে বিষয়ে বাংলা একাডেমি ও লিটলম্যাগ সম্পাদকদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

গতকাল ছিল অমর একুশে বইমেলার ২৪তম দিন। এদিন বইমেলা লোকারণ্য, পাঠক, লেখক, প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। এদিন মেলা শুরু হয় সকাল ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। গতকাল ছিল এবারের মেলার শেষ শিশুপ্রহর। এদিন মেলায় ছিল শিশুদের সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর।

গতকাল মেলায় নতুন বই আসে ১৩৮টি। বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শনী মঞ্চের আয়োজন: এই মঞ্চে বিকেলে বাংলা একাডেমি প্রকাশিত মুহম্মদ মোজাম্মেল হক রচিত মুক্তিযুদ্ধ ও আলোকচিত্র বই বিষয়ে লেখকের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: মোহাম্মদ রফিক ও স্মরণ: খালেক বিন জয়েনউদদীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে আলতাফ শাহনেওয়াজ ও সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন শামীম রেজা, শোয়াইব জিবরান ও আসলাম সানী। সভাপতিত্ব করেন আবুল মোমেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ ৪ জন কারাগারে

কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

সম্পর্কের নতুন অধ্যায়ে সৌদি-আমেরিকা

বিপিএলে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার!

৩ হাজার টাকার রঙিন মাছে সাগর এখন লাখপতি

মূসক আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ

তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

ঢাকার সিনেমায় শয্যাদৃশ্য নিয়ে তুমুল বিতর্কে পড়েছিলেন বলিউড অভিনেত্রী

অ্যাজমার কারণ ও লক্ষণ, কীভাবে ভালো থাকবেন

১০

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

১১

বেতন-ভাতা প্রণয়নে পে কমিশনের নতুন পদক্ষেপ

১২

মিস্টার টেস্ট ক্রিকেট অব বাংলাদেশ!

১৩

তত্ত্বাবধায়ক সরকারের রায়ে যা বললেন আইন উপদেষ্টা

১৪

সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

১৫

মামদানির সঙ্গে শুক্রবার বসবেন ট্রাম্প

১৬

শীত এলেই কি চুল পড়ে বা ভেঙে যায়, বিশেষজ্ঞ জানালেন যত্নের উপায়

১৭

নভেম্বরেই কি দেশে শৈত্যপ্রবাহ আসছে?

১৮

চাঁদাবাজদের রুখতে হলে প্রস্তুতি নিতে হবে : ইঞ্জিনিয়ার ইকবাল

১৯

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

২০
X