বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:২২ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ ভাবছে সরকার

জেলা প্রশাসক সম্মেলন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ ভাবছে সরকার

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকার নানা ধরনের পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারকরা প্রায়ই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। ফলে আসন্ন রমজানেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল মঙ্গলবার ডিসি সম্মেলনের তৃতীয় দিনে একটি অধিবেশনে অংশগ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের অনুরোধ করেছি, তারা যেন প্রতি মাসে এবং প্রয়োজন হলে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করেন। যাতে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে—সে বিষয়ে অনুরোধ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ডিসিরা জানতে চেয়েছেন করোনার সময়ের মতো ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা যায় কি না। তারা বলেছেন, বিশেষ করে জঙ্গিদের আদালতে আনা-নেওয়া করায় কিছুটা ঝুঁকি থাকে। তাই ভার্চুয়াল কোর্টের কথা বলেছেন ডিসিরা। আমরা সেটা যাচাই-বাছাই করে দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ডিসিদের সভায় নির্দেশ দেওয়া হয়েছে, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা যেন প্রতি মাসে তারা করেন। যাতে সবার সঙ্গে সবার একটা বোঝাপড়া থাকে। যেন কোনো অসুবিধা হলে সেটা দ্রুত সমাধান করা যায়। সভায় ডিসিদের নির্দেশ দেওয়া হয়, যেন তারা ইয়াবা ও এলএসডির মতো মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলেন। আমরা ধূমপানের বিরুদ্ধে কথা বলেছি। এখন দেখা যায়, প্রকাশ্যে কেউ ধূমপান করে না। কেউ ধূমপান করলে তা আড়ালে করে।

মামলা জট কমাতে চান আইনমন্ত্রী: মামলা জট কমাতে ডিসিদের সহযোগিতা চেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি আমার বক্তব্যে প্রথমে ডিসিদের কাছে মামলা জটের বিষয়ে সহযোগিতা চেয়েছি। মামলা জট নিরসনের জন্য তারা যেন সহযোগিতা করে। দ্বিতীয় কথা যেটা বলেছি সেটা হলো, সবার কাছে বিশেষ করে ডিসিদের জন্য একটা ইস্যু, সেটা হলো মোবাইল কোর্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা আছে। সেটা নিষ্পত্তি করার জন্য আমরা ত্বরিত পদক্ষেপ নেব এবং একটা বিষয়ে স্পষ্টীকরণ করা হয়েছে, সেটা হলো অনেক সময় হাইকোর্ট বিভাগে কেউ যদি মামলা করে তখন হাইকোর্ট আবেদন নিষ্পত্তির জন্য একটা আদেশ দেন। সে ক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দেয়, যে হাইকোর্টের আদেশ না বুঝে অনেক দেরি করা হয়। সে বিষয়ে স্পষ্টীকরণ করে দেওয়া হয়েছে।

৪ কৌশলে কাজের পরামর্শ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সাইবার নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ করার জন্য ডিসিদের চারটি কৌশলগত বিষয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছি। প্রথমত, ডিজিটাল ও এআই (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) বিষয়ে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। তৃতীয়ত, যেসব আইন রয়েছে, সেগুলোর শক্ত প্রয়োগ করা। চতুর্থ, পুলিশ প্রশাসন যাতে একাডেমিয়া, মিডিয়া এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে সমন্বয় করে কাজ করে। এই চারটি কৌশল আমরা বলেছি, সাইবার সিকিউরিটি এবং স্যোশাল মিডিয়াতে গুজব প্রতিরোধের জন্য।’

আগুনের ঘটনাগুলো খতিয়ে দেখা উচিত: দেশে সম্প্রতি ঘটে যাওয়া আগুনের ঘটনাগুলো খতিয়ে দেখা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশনে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘খতিয়ে দেখা মানে এটা ষড়যন্ত্রের জন্য শুধু না, যে শিথিল জায়গাগুলো আছে সেগুলোকে শক্ত করা, যাতে করে সেটা আর না হতে পারে।

ক্রস বর্ডার কিলিং নিয়ে এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, ক্রস বর্ডার কিলিং তো আসলে কোনো পরিকল্পিত কিছু না। এ ক্ষেত্রে দুই পক্ষেরই দোষ থাকে। আমাদেরও দোষ, বর্ডারের ওই পাশের ওদেরও দোষ।

নদী রক্ষা কমিটির বৈঠক করতে ডিসিদের নির্দেশনা: জেলা-উপজেলা পর্যায়ে নদী রক্ষা কমিটিগুলোর বৈঠক করার ওপর জোর দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে ত্রুটি-বিচ্যুতি থাকলে চিহ্নিত করে জানানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে ডিসি সম্মেলনে।

অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘নদী রক্ষা কমিটির বৈঠকের বিষয়ে গুরুত্বারোপ করেছি। নদী রক্ষার জন্য আমাদের জেলা-উপজেলা পর্যায়ে কমিটি আছে। এই কমিটিগুলো গঠন করে বছরে যেন দু-একটি সভা হয়। কারণ এ কমিটিগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত এবং নদীগুলো রক্ষার সঙ্গে কিন্তু আমাদের জলবায়ু-পরিবেশ সবকিছুর সমন্বয় আছে। কাজেই নদী রক্ষার বিষয়টি আমরা গুরুত্ব দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনল ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১০

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১১

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১২

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৩

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৪

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৫

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৬

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৭

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৮

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

২০
X