রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০১:৫৬ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

ইডি হতে প্রকৌশলীর ভুয়া পিএইচডি ডিগ্রি ব্যবহার

ঘটনা যাচাইয়ের নির্দেশ
ইডি হতে প্রকৌশলীর ভুয়া পিএইচডি ডিগ্রি ব্যবহার

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকৌশলী পিএইচডি না করেও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (ইডি) হতে ভুয়া এ ডিগ্রিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলেও জানা গেছে। এরই মধ্যে তার বিরুদ্ধে এমন অভিযোগে বিএমডিএকে ঘটনা যাচাইয়ের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। চার বছর আগেও মন্ত্রণালয় বিষয়টি বিএমডিএকে যাচাইয়ের নির্দেশ দিয়েছিল; কিন্তু বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

অভিযুক্ত কর্মকর্তার নাম মো. আবুল কাসেম। তিনি বিএমডিএর সদর দপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। নামের আগে তিনি ‘ড.’ শব্দটি ব্যবহার করে থাকেন। গত রোববারও বিএমডিএর ওয়েবসাইটে কর্মকর্তাদের তালিকায় তার নাম ‘ড. মো. আবুল কাসেম’ লেখা দেখা গেছে। দাপ্তরিক চিঠিপত্রেও একই নাম রয়েছে।

বিএমডিএ সূত্রে জানা যায়, আবুল কাসেমের বিরুদ্ধে ভুয়া পিএইচডি ডিগ্রি ব্যবহারের অভিযোগ পুরোনো। এ নিয়ে ২০২০ সালে নগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কৃষি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ জুন কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব মো. আসাদুজ্জামান এক চিঠিতে বিএমডিএর নির্বাহী পরিচালককে বিষয়টি যাচাইয়ের নির্দেশ দেন। আবুল কাসেম পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকলে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েছেন কি না এবং তার সনদ ও গবেষণাপত্র (থিসিস) দাখিল করতে বলা হয়।

চিঠি আসার পরে বিষয়টি ধামাচাপা দেন তৎকালীন নির্বাহী পরিচালক। পরের বছরই আবুল কাসেমকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে পরিকল্পনা শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে পদায়ন করা হয়।

বর্তমান ইডি আব্দুর রশীদ কালবেলাকে বলেন, আমি ১০-১৫ দিন আগে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছি। এরই মধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছি। তাকে অফিসিয়ালি চিঠি দিয়ে পিএইডডি ডিগ্রির পেপারস সাবমিট করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবুল কাসেম প্রকৌশলী হিসেবে বিএমডিএতে যোগদান করেন ১৯৯৪ সালে। ২০১০ সালের দিকে নামের আগে ড. লেখা শুরু করেন। তিনি পিএইচডি করেছেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ পিএইচডির জন্য তিনি কখনো ছুটি নেননি। পিএইচডি ডিগ্রি ব্যবহার করে বাগিয়ে নেন পদোন্নতি। বিএমডিএর অনুমোদিত জনবল কাঠামোতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কোনো পদ নেই। অথচ তিনি চতুর্থ গ্রেডে অবৈধ এ পদে আসীন হয়েছেন ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর।

আবুল কাসেম বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছি রুয়েট থেকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। পরে ডিসটেন্ট লার্নিং নিয়ে পিএইচডি করেছি। ২০০৫ সালে ভর্তি হয়ে ২০০৯ সালে শেষ করেছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেহেতু বন্ধের দিন ক্লাস হয়, তাই ছুটি নেওয়ার প্রয়োজন হয়নি।

তিনি বলেন, টেকনিক্যাল বিষয়গুলোতে আমার মতো এখানে এক্সপার্ট নেই। সামনে ইডি হতে পারি। তাই প্রতিহিংসায় অপ্রচার চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১০

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১১

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১২

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৩

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১৪

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৬

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৭

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

১৮

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

১৯

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

২০
X