যাত্রীদের ব্যাগেজ নিয়ে অতি সতর্কতাপূর্ণ নিয়মনীতি, অতিরিক্ত চার্জ এবং খাবারের খরচের ব্যয়ের কারণে আইরিশ এয়ারলাইন রায়ানএয়ারের কথা সবারই জানা। কিন্তু যেখানে টাকার বিষয়, মানুষ সেখানে অবিশ্বাস্যভাবে সৃজনশীল হতে পারে। তেমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বাড়তি চার্জ এড়াতে বিমানবন্দরে লাগেজের চাকা খুলে ফেলছেন রায়ানএয়ারের এক যাত্রী।
বিমানবন্দরগুলোতে ব্যাগেজ-পণ্য পরিবহনের ক্ষেত্রে বাড়তি চার্জ এড়াতে অনেকেই অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকেন। কেউ স্তরে স্তরে পোশাক পরে থাকেন, আবার কেউ অন্তঃসত্ত্বা হওয়ার ভান করেন।
নিউজ এইটিনের এক প্রতিবেদন জানিয়েছে, ওই যাত্রী নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পার হতে পারেননি। যে কারণে তিনি তার স্যুটকেসের চাকা খুলে ফেলার চেষ্টা করেন; যাতে করে অতিরিক্ত ওজনের জন্য তাকে ৭০ ইউরো বাড়তি চার্জ না গুনতে হয়।
রায়ানএয়ারের একজন প্রতিনিধির বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেনের পালমা বিমানবন্দরে মে মাসে ঘটনাটি ঘটে।