আলাউদ্দিন আরিফ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, তোমার কোনো শরিক নাই। আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, সব সাম্রাজ্যও তোমার। তোমার কোনো অংশীদার নাই)—এই তালবিয়া বা প্রার্থনার মধ্য দিয়ে আগামী ৫ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় মিলনমেলা ও অন্যতম ফরজ ইবাদত হজ। ৯ জিলহজ পবিত্র মক্কা নগরীর আরাফাতের ময়দানে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের সম্মিলন ঘটে এ ইবাদতের মাধ্যমে, ইসলামে যাকে বলা হয় ‘হজে আকবার’। সোমবার রাত সোয়া ২টায় বাংলাদেশ থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন ৮৭ হাজার ১০০ জন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গঠন করেছে ‘হজ টাস্কফোর্স-২০২৫’। অন্তর্বর্তীকালীন সরকার চালু করেছে বিশেষ হজ অ্যাপ। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের হজ হবে নিরাপদ ও সুশৃঙ্খল। তবে হজ পালনের কর্মসূচি নিয়ে বেশ কিছু জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হজ ফ্লাইট ও বেসরকারি এজেন্সিগুলোর বাড়ি ভাড়ার সময় নিয়ে জটিলতা রয়েছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অতিরিক্তসংখ্যক হজ ফ্লাইট দেওয়ায় ফ্লাইট শিডিউল নিয়ে জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এবার হজ নিয়ে কোনো বিড়ম্বনার আশঙ্কা আছে কি না—জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদুল আহমেদ মজুমদার কালবেলাকে বলেন, ‘সরকার গৃহীত ব্যবস্থাপনার কারণে এবার হজ নির্বিঘ্ন ও নিরাপদ হবে এমনটা আমরা আশা করছি। তবে চ্যালেঞ্জ অনেক। সৌদি আরবের পক্ষ থেকেও কিছু সমস্যা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১১৮টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সকে ৭৯টি ফ্লাইট ও নাস এয়ারলাইন্সকে ৩৪টি হজ ফ্লাইট দেওয়া হয়েছে। বিমানকে সক্ষমতার অতিরিক্ত ফ্লাইট দেওয়ার কারণে সময়ের হেরফের হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এজেন্সি মালিকরা যে সময় বাড়ি ভাড়া করেছেন, হজ ফ্লাইট শিডিউল হয়তো তার আগে পড়েছে। এসব নিয়ে জটিলতা নিরসনে আমরা কিছু হজ ফ্লাইট আগ-পিছ করার কথা বলেছি। সরকারের সঙ্গে জটিলতাগুলো নিরসনে আলাপ-আলোচনা চলছে।’

কোনো এজেন্সির অর্থ আত্মসাৎ করে চলে যাওয়া বা হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া—এ জাতীয় কোনো সমস্যা তৈরি হয়েছে কি না, জানতে চাইলে হাব মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত সে রকম কোনো অভিযোগ পাইনি। পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

জানা গেছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে হজ পালন করেছিলেন সৌদি নাগরিক ও সৌদির বাসিন্দাসহ বিশ্বের ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ ধর্মপ্রাণ মুসলমান। এ বছর ১৯ লাখের বেশি মানুষ হজ পালন করবেন বলে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

হজ নিয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য আমরা সব ধরনের আনুষ্ঠানিকতা তথা মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি-হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি আরও আগেই সম্পন্ন করেছি। ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং সম্পন্ন হয়ে যাবে।

৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এসব হজযাত্রী ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।’

তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ও ফলোআপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য কেবল মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি—এ দুটি কার্যক্রম সম্পন্ন হয়। পরে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তির সময় ছিল ২৫ মার্চ পর্যন্ত।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন জানান, সোমবার থেকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সঠিকভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর সরকারি ১১২ ও বেসরকারি গাইড থাকবেন ১ হাজার ৭৪৩ জন। ৭০ মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহযোগিতায় রাখা হয়েছে।

বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক বজলুল হক বিশ্বাস জানান, হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্স প্রস্তুত। ৩১ মে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে। ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১১৮, সাউদিয়া ৮০ ও নাস এয়ারলাইন্সের ৩৪ ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব যাবেন। বিমান ১০৯, সাউদিয়া ৭৯ ও নাস ৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও সাফিকুর রহমান জানান, অত্যাধুনিক উড়োজাহাজের মাধ্যমে বিমান হজ ফ্লাইট পরিচালনা করবে। নিজস্ব জনবল থেকে শুরু করে সবকিছু প্রস্তুত করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেট ওসমানী বিমানবন্দর থেকেও ফ্লাইট পরিচালনা করা হবে। হজ ফ্লাইটে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে হয়তো সময়ের একটু হেরফের হতে পারে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘শাহজালালকেন্দ্রিক হজযাত্রীরা যেন কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব হবে। হজযাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেজন্য বেবিচকের বেশ কিছু টিম কাজ করছে।’

মন্ত্রণালয় সূত্র জানায়, হজ ফ্লাইটগুলো হবে সম্পূর্ণ ডেডিকেটেড। সেখানে ওভারল্যাপিং নিষিদ্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরে সৌদি ইমিগ্রেশনের ‘অ্যারাইভাল’ কার্যক্রম সম্পন্ন করতে হবে। হজ টিকিট সরবরাহে এয়ারলাইন্সগুলো হাবের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। শাহজালালে দুটি বোর্ডিং ব্রিজ হজযাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। হজ অফিস আশকোনা নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে হজ ক্যাম্প ও আশপাশের হোটেল/রেস্তোরাঁগুলোয়। এ ছাড়া শাহজালাল বিমানবন্দরে নারী-পুরুষের জন্য আলাদা নামাজের জায়গা, হ্যান্ড স্যানিটাইজার, বিশুদ্ধ পানি, মশা নিধন কার্যক্রম নিশ্চিত পরিচালনা করা হচ্ছে। ছুরি, ব্লেড, স্বর্ণালংকার, সিগারেট, মদ, পান, জর্দা ইত্যাদি বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হজযাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া থাকতে হবে।

মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, ঢাকা থেকে পরিচালিত সব হজ ফ্লাইট ‘রোড টু মক্কা’ কার্যক্রমের আওতায় পরিচালিত হবে। হজ কার্যক্রমের মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন, বিমানে হজবিষয়ক ভিডিও প্রদর্শন এবং বাংলা ভাষাভাষী কেবিন ক্রু নিয়োগ করা হবে। হজ শেষে জমজমের পানি সরবরাহ সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং করা হবে। জমজমের পানি অতিরিক্ত ১০ শতাংশ সরবরাহের ব্যবস্থাও রাখা হবে।

হজের সম্ভাব্য তারিখ ৫ জুন: চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ আগামী ৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৯৪১টি হজ এজেন্সি। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ১-এর খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন বা ৯ জিলহজ হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ১০ জিলহজ (কোরবানির ঈদের দিন) ছাড়া অন্য দিনগুলোয় তারা কোরবানি দেবেন। হানাফি মাজহাব অনুযায়ী হজে তিনটি ফরজ পালন করতে হয়। সেগুলো হচ্ছে ইহরাম বা নিয়ত বা ইচ্ছা করা; অকুফে আরাফাহ বা ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা অর্থাৎ ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবাঘরের তাওয়াফ (সাত চক্কর) করা। পরে মিনায় কোরবানি ও মাথা মুণ্ডানো বা চুলকাটার মাধ্যমে হজের আনুষ্ঠানিক সম্পন্ন করার বিধান রয়েছে।

সৌদি আরবের বিশেষ নির্দেশনা: হজযাত্রীদের জন্য এবার নতুন কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব। গালফ নিউজ বিষয়টি উল্লেখ করে জানিয়েছে, চলতি বছরে হজের উদ্দেশ্যে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন, তাদের থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউস ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ২৯ এপ্রিল থেকে এ নির্দেশ কার্যকর করা হচ্ছে। নির্দেশনার মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নির্দেশ পালন হচ্ছে কি না, যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোয় নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এ নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকারি আদেশ নাম মানার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

জানা গেছে, প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি আর গমন করেন। তাদের সবাই যে বৈধভাবে যান, তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত অবৈধভাবে প্রবেশ করেন সৌদিতে। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন। সাম্প্রতিক বছরগুলোয় এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি আরব। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব ওমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।

২০ ভাষায় প্রচার হবে হজের খুতবা: হজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরাফাতের ময়দানে দেওয়া হজের খুতবা। ইনসাইড দ্য হারামাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে আরবি ভাষায় হজের খুতবা দেওয়া হবে। বিশ্বজুড়ে হজের খুতবা বা বয়ান সরাসরি সম্প্রচার করা হয়। তাৎক্ষণিক বিশ্বের বিভিন্ন ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। প্রতি বছরের মতো এবারও বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে। এগুলো হলো—বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, চায়নিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১০

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১১

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১২

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৩

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৪

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৫

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৬

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৭

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৮

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

১৯

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

২০
X