সব গ্যাস বিতরণ কোম্পানির প্রিপেইড মিটার ভাড়া সমান করে দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই সব কোম্পানির গ্রাহককে মিটার ভাড়া বাবদ ২০০ টাকা করে দিতে হবে। আগে কোনো কোনো কোম্পানি মিটার ভাড়া ২০০ টাকা নিত, আবার কোনো কোনো কোম্পানি ১০০ টাকা। জানা যায়, জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানি অনেক আগে থেকেই গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া বাবদ ২০০ টাকা প্রতি মাসেই আদায় করত। এদিকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি, তিতাস গ্যাস কোম্পানি আবার ১০০ টাকা করে আদায় করত। এ বৈষম্য দূর করতে জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে সব বিতরণ কোম্পানি তাদের মিটার ভাড়া ২০০ টাকায় সমন্বয় করেছে।