

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে বাংলাদেশকে। কী হবে সেই সিদ্ধান্ত? এটা নিশ্চিত হতেই আজ (২২ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেষবারের মতো মিটিংয়ে বসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বিসিবির কর্মকর্তা এবং ক্রিকেটাররা। ইতোমধ্যেই তা শুরু হয়ে গেছে।
মিটিংয়ে বোর্ডের পক্ষ থেকে হাজির হয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটারদের মধ্যে কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সদস্যরা নয়, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজকেও দেখা গেছে অংশগ্রহণ করতে।
গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত হয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও। ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে মিটিং চলছে কিন্তু কতটা দীর্ঘ হবে এই আলোচনা তা জানার জন্য অবশ্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
মন্তব্য করুন