কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণভাবে সম্পন্ন রুয়েট ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ কবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। দুই কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় সার্বিক উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। পরীক্ষার ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর ভর্তি পরীক্ষা দুটি কেন্দ্রে- রাজশাহীর রুয়েট কেন্দ্র ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রাজশাহীর রুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী, যা মোট উপস্থিতির ৮১ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে বুয়েট কেন্দ্রে অংশ নেন ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী, যেখানে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৬৬ শতাংশ।

ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের (প্রকৌশল) পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। আর ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

‘ক’ গ্রুপের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি- এই চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল। অন্যদিকে ‘খ’ গ্রুপের পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত প্রশ্ন রাখা হয়।

ভর্তি পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়। রুয়েট প্রশাসন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা জোরদার করে। নকল বা প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নেওয়া হয় বিশেষ সতর্কতা, ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

এ ছাড়া পরীক্ষাকালীন সময়ে কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ভ্রাম্যমাণ মেডিকেল টিম তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেয়। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, খাবার ও ওয়াশরুমের সুবিধা রাখা হলেও ওয়াশরুম ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিভাবক সাময়িক ভোগান্তিতে পড়েন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এবারের ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীন ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সারাদিন ক্যাম্পাসজুড়ে ছিল ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১০

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১১

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১২

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৩

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৪

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৫

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৬

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৭

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৯

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

২০
X