

অভিনেত্রী অহনা রহমান। নাটক, মডেলিংয়ের পাশাপাশি তিনি সিনেমায়ও অভিনয় করেছেন। মাঝে ছোট পর্দা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তিনি। এখন অভিনয়ের পাশাপাশি নারীদের উন্নয়ন নিয়ে কাজ করছেন। বন্ধুদের নিয়ে একটি এনজিও করেছেন এই সুন্দরী।
অহনা তার পরিকল্পনা নিয়ে মুখোমুখি হয়েছিলেন কালবেলার। কথা বলেন নারী উন্নয়নে তার ভূমিকা নিয়ে। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী। অভিনয়ই আমার পেশা। এর পাশাপাশি আমি নারীদের নিয়ে কাজ শুরু করেছি। বন্ধুদের নিয়ে একটি এনজিও খুলেছি, যেটির নাম বিডব্লিউএফডিএস। এটি একটি ফ্যাশন এনজিও। আমরা চাই নারীরা কিছু একটা করুক। এখন ঘরে বসেই নারীরা স্বাবলম্বী হচ্ছে। তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। নারীরা এখন অনেক এগিয়ে। কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গাতেই তারা সফল। সেই সফল নারীদের সঙ্গী হাওয়াই আমাদের উদ্দেশ্য। কারণ তারা এখন ঘরে বসে নেই।’
নতুন একটি ইভেন্ট প্ল্যাটফর্ম নিয়েও পরিকল্পনা রয়েছে তাদের। যেটি নভেম্বরে যাত্রা করবে বলে জানান এই অভিনেত্রী।
অহনা ছোট পর্দা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে। তবে আগের মতো অভিনয়ে তাকে নাও দেখা যেতে পারে। এমন ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। কেননা ব্যবসার দিকে ঝোঁকার আগ্রহ আছে তার।