মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:০৮ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

এই তারুণ্য বিস্ময়কর...

এই তারুণ্য বিস্ময়কর...

দেশ এখন ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এখন পর্যন্ত এসব এলাকায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এ ছাড়া চলমান এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ এবং পানিবন্দি আছে ৯ লাখ মানুষ। তবে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। দিনরাত এক করে তারা কাজ করছে উদ্ধার, খাদ্য, বস্ত্র পৌঁছাতে।

দেশের বর্তমান প্রজন্মের এমন ভয়ডরহীন উদ্যোগ হৃদয় কেড়েছে নির্মাতা অমিতাভ রেজার। কালবেলার সঙ্গে আলাপকালে এ নির্মাতা বলেন, ‘আমাদের প্রিয় দেশটি এখন স্মরণকালের সবচেয়ে ভয়ংকর বন্যার সম্মুখীন হয়েছে। দেশের বেশ কিছু জেলার মানুষ এরই মধ্যে নিজেদের সবকিছু হারিয়ে শুধু বাঁচার আকুতি করছে। তাদের এ আকুতি দেখে বর্তমান প্রজন্ম যেভাবে এগিয়ে এসেছে সেটি সত্যিই বিস্ময়কর। কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে তাদের দাঁড়ানোর ভূমিকা আমাকে যেমন গর্বিত করছে, তেমনই অপরাধীও করে তুলছে, কারণ তারা যেটা পারছে বা পেরেছে, সেটি আমরা কখনো চেষ্টাই করিনি। আমি তাদের এমন একতাকে সম্মান ও শ্রদ্ধা করি। এই তারুণ্য বিস্ময়কর। তারা দেশের প্রতিটি মানুষকে দেখিয়ে দিয়েছে, যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করার সক্ষমতা আমাদের সবার মধ্যেই রয়েছে। শুধু ভেতর থেকে ইচ্ছাটি থাকতে হবে। তাহলেই সম্ভব।’

এ সময় মানুষের পাশে সর্বস্তরের মানুষের এভাবে এক হয়ে দাঁড়ানোর বিষয়টি নিয়েও কথা বলেন এই নির্মাতা। তিনি বলেন, “আমাদের মধ্যে একটি ভুল ধারণা ছিল যে, আমরা দেশের মানুষ এক নই। কিন্তু দেখেন, একটি ঐতিহাসিক আন্দোলন শেষ হওয়ার পর দেশ যখন টালমাটাল, কে কী করবে, তা নিয়ে যখন আমরা দুশ্চিন্তাত মধ্য দিয়ে যাচ্ছি; ঠিক সে সময়েই আমাদের সামনে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে বন্যা চলে আসছে। তাও আবার যেই-সেই বন্যা নয়। স্মরণকালের সবচেয়ে ভয়ংকর বন্যা। সেই পানি দেখে আমরা ভয় না পেয়ে, সবাই এক হয়ে গেছি। যে যার স্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। এরই মধ্যে একজন স্বেচ্ছাসেবকের মৃত্যুর সংবাদও পেয়েছি। কিন্তু আমরা থেমে নেই। এমন দুর্যোগ আমাদের আরও বেশি শক্তিশালী করেছে, যা দেশের ভবিষ্যতের জন্য আমি বলব সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। বিশ্বের কাছে আমরা গর্বের সঙ্গে বলতে পারব, এ দেশের জনগণ কখনোই ছিন্নভিন্ন নয়। এ দেশের মানুষ এক।”

বন্যার পরিস্থিতি নিয়ে এ দেশের শিল্পীসমাজ শুরু থেকেই নিজেদের মতো করে যার যার স্থান থেকে এগিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ড রাজিং থেকে শুরু করে অনেকেই আবার বন্যাকবলিত এলাকায় খাবার-নৌকা নিয়ে ছুটে গিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেনী-কুমিল্লাসহ বিভিন্ন জেলায় নৌকা-স্পিডবোট নিয়ে জীবিত প্রাণ উদ্ধারে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা শাবনূর, মাহিয়া মাহি ও পূর্ণিমারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনা করছেন ও নিজ নিজ স্থান থেকে তাদের পাশে থাকার ভূমিকা রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই বড় চমক দেখাল বাংলাদেশের প্রতিপক্ষ

নোবেল পুরস্কারের প্রলোভনেও নড়লেন না ট্রাম্প, হতাশ মাচাদো

বেরিয়ে এলো মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

মির্জা আব্বাস-পাটওয়ারীকে মেঘনা আলমের বার্তা

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৭৭

১০

গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

১১

‘গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া’

১২

বিএনপির ১ প্রার্থীর প্রার্থিতা স্থগিত

১৩

জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

১৪

আগুন পোহাতে গিয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

১৫

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফ্রান্সের

১৬

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছে

১৭

ইরান ইস্যুতে সামরিক নয়, কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

১৮

যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

যাত্রীবাহী গাড়ি থেকে উদ্ধার ২১ মণ জাটকা গেল এতিমখানায়

২০
X