তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

ছোট পর্দায় সেপ্টেম্বর

ছোট পর্দায় সেপ্টেম্বর

আগস্টের মতো সেপ্টেম্বরেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বেশ কিছু আলোচিত সিনেমা ও ওয়েব সিরিজ। দর্শক চাহিদায় এগিয়ে থাকা সেসব কনটেন্ট নিয়েই আজকে আমাদের এ আয়োজন।

দ্য ফল গাই

হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ‘দ্য ফল গাই’ সিনেমাটি বড় পর্দার পর এবার ছোট পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। জিও সিনেমা প্রিমিয়ামে আগামী ৩ সেপ্টেম্বর এটি স্ট্রিমিং করা হবে। বড় পর্দায় সিনেমাটি মুক্তি পায় এ বছরের মে মাসের ৩ তারিখ। সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ১৭৮.১ মিলিয়ন মার্কিন ডলার। আশির দশকে যুক্তরাষ্ট্রের অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ থেকেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিরিজের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। সিনেমায় নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং স্ট্যান্টম্যান সিভার্সের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু ও উইনস্টন ডিউক।

কল মি বে

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। রুপালি পর্দায় তার ব্যস্ততা কোনো অংশে কম নয়। বি-টাউনের বাঘা বাঘা অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে তিনি কাজ করছেন নিয়মিত। এবার এ নায়িকাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন অনন্যা পান্ডে। সিরিজের নাম ‘কল মি বে’। এতে শুধু অভিনয়ই করেননি তিনি, তাকে দেখা যাবে সহকারী পরিচালক হিসবেও। এ ছাড়া ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিরিজটির প্রযোজনার সঙ্গেও জড়িত আছেন অনন্যা। সিরিজটি মুক্তি পাবে সেপ্টেম্বরের ৬ তারিখ, অ্যামাজন প্রাইম ভিডিওতে। এটি নির্মাণ করেছেন কলিন ডি’কুনহা। এতে অনন্যা ছাড়াও আরও অভিনয় করেছেন বীর দাস, মুসকান জেফরি, বরুণ সুদের মতো তারকা।

এমিলি ইন প্যারিস সিজন ৪ পার্ট টু

নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ এমিলি ইন প্যারিসের সিজন ৪-এর পার্ট টু মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরের ১২ তারিখ। এর আগে সিজন ৪-এর পার্ট অন মুক্তি পায় আগস্টের ১৫ তারিখ। এবারই প্রথম এ সিরিজের চতুর্থ সিজন দুই ভাগে ভাগ হয়ে মুক্তি দেওয়া হলো। এ সিরিজের প্রথম পর্ব মুক্তি পায় ২০২০ সালে। ড্যারেন স্টারে পরিচালনায় সিরিজটি শুরু থেকেই দর্শক চাহিদায় ছিল। প্রথম থেকেই এ সিরিজে অভিনয় করছেন লিলি কলিন্স, অ্যাশলে পার্ক, লুকাস ব্রাভো ও ব্রুনো গৌরীর মতো তারকা।

মনস্টার

সেপ্টেম্বরের ১৯ তারিখ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ড্রামা ও থ্রিলার ধাঁচে নির্মিত ইন্দোনেশিয়ান ওয়েব ফিল্ম মনস্টার। দেশটির একটি স্কুলে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন রোকো প্রিজান্তো। সিনেমাটি এর আগে বড় পর্দায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন মার্শা টিমোথি ও অ্যালেক্স আবাদের মতো তারকা।

টুয়াইলাইট অব দ্য গডস

প্রথমবারের মতো ওয়েব সিরিজ আকারে আসছে ‘টুয়াইলাইট অব দ্য গডস’ ওয়েব সিরিজ। এটি নেটফ্লিক্সে সেপ্টেম্বরের ১৯ তারিখ প্রিমিয়ার হবে। এটি আমেরিকান অ্যাডাল্ট অ্যানিমেশন ওয়েব সিরিজ। যেটি পরিচালনা করেছেন জ্যাক স্নাইডার, এরিক কারাসকো ও জে অলিভিয়া। এতে কণ্ঠ দিয়েছেন সেলভিয়া হোয়েক্স, স্টুয়ার্ট মার্টিন, জন নোবেল প্যাটার্সন জোসেফের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আসছে বাহুবলি: দ্য এপিক

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১০

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

১১

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

১২

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

১৩

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

১৪

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

১৫

বাগদান সারলেন টেইলর সুইফট

১৬

ফের চটলেন আলিয়া

১৭

সৌম্যের ব্যাটে তাণ্ডব, কিপটে মুস্তাফিজ : প্রস্তুতি ম্যাচে কে কেমন করলেন

১৮

সুহানার ছবিতে শাহরুখের মন্তব্য, সরগরম নেটদুনিয়া

১৯

জিআই পণ্যের স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি

২০
X