আড়াইশ পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’। আজ প্রচার হবে বিশেষ এই পর্ব। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অন্যতম চরিত্রে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ ছাড়া আছেন নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশি, আরফান আহমেদ, শিরিন আলম, আশরাফুল আশীষ, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ।
মন্তব্য করুন