ছোট পর্দার অভিনেত্রী লারা লোটাস। একসময় টিভি পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও মাঝে পড়াশোনার জন্য এবং বাবার মৃত্যুর কারণে দূরে ছিলেন অভিনয় জগত থেকে। এবার আবারও ফিরেছেন অভিনয় জগতে। বর্তমানে ব্যস্ত আছেন ফটোশুট, উপস্থাপনা এবং ধারাবাহিক নাটক নিয়ে।
নতুন বছরে প্রত্যাশা নিয়ে কালবেলার সঙ্গে আলাপকালে লারা বলেন, ‘নতুন বছর উপলক্ষে অনেক প্ল্যানিং ছিল। যেহেতু আব্বু চলে গেলেন পৃথিবী ছেড়ে, তারপর অনেকদিন আমি কাজ থেকে ছিলাম দূরে। দু-তিন মাস হলো কাজ শুরু করেছি আমি। নতুন বছরে আমার প্রত্যাশা হচ্ছে, আমরা যেন মানুষকে ক্ষমা করতে শিখি। যে মানুষটা আমাদের ক্ষতি করে যাচ্ছে, নিয়মিত তার সঙ্গে অযথা ঝামেলা না করে এড়িয়ে চলা এবং তাকে ক্ষমা করে দেওয়া। এটাই আমার নতুন বছরের প্রত্যাশা।’
এ সময় লারা ইন্ডাস্ট্রির বর্তমান কাজের পরিবেশ নিয়েও কথা বলেন। জানান, কাজের প্রেক্ষাপট অনেকটাই সিন্ডিকেটের মাধ্যমে ভাগ হচ্ছে। যা নিয়ে আক্ষেপও রয়েছে এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কাজগুলো এখন ভাগ হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। যারা যে সিন্ডিকেটে, শুধু তারাই নিজেদের মতো করে কাজ করছে। যার ফলে অন্যরা বঞ্চিত। দর্শক পাচ্ছে না নতুন জুটি। আমি আসলে কখনো সিন্ডিকেটে বিশ্বাস করি না। আমরা কাজ করব একজন ডিরেক্টর বা একজন লেখকের গল্পের প্রয়োজনে। তাই গল্পের প্রয়োজনে নির্মাতার যাকে যেখানে প্রয়োজন, সেখানেই নির্বাচিত করবেন। আমি এখানে ডিরেক্টরকে চাপিয়ে দেব না, আমি ওকে ছাড়া কাজ করব না বা আমাকে ওর বিপরীতে অভিনয়ে রাখতে হবে। এতে কাজ নষ্ট হয়, পরিবেশ খারাপ হয়। তাই আমি নতুন বছর এটাই বলব যে, এই চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। যে যার স্থান থেকে নিজের সেরাটি দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ, একজন অভিনেতা-অভিনেত্রীর লক্ষ্য থাকা উচিত ভালো গল্পে কাজ করা। আসলে কাজই আপনাকে মূল্যায়ন করবে যে আপনি কোথায় থাকবেন।’
এরপর অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখনো ভালো কাজের জন্য অপেক্ষা করছি। ভালো গল্প খুঁজছি, যেখানে আমি নিজেকে মেলে ধরতে পারব অভিনয়ের মাধ্যমে। তবে বর্তমানে কেউ কাজ নিয়ে এলে আগে জানতে চায় আমার পারিশ্রমিক কত? কিন্তু কেউ আগে স্ক্রিপ্ট দিয়ে বলে না যে গল্পটা কি ভালো লেগেছে? এই জিনিসটা আমাকে বেশ কষ্ট দেয়। তবে নতুন বছর আমার প্রত্যাশা এটাই যে আমি ভালো গল্পে কাজ করতে চাই।’
এদিকে অভিনয়ে জুটি বেঁধে কাজ করাকে খারাপভাবে দেখেন না এই অভিনেত্রী। তিনি বলেন, ‘জুটি বেঁধে কাজ করাকে আমি খারাপভাবে দেখি না। যেমন, এত বছর পরও এখনো আফজাল-সুবর্ণাকে আমরা জুটি হিসেবে চিনি। কিন্তু তারা আমাদের অনেকের জন্ম হয়নি, তখনকার জুটি। এদিকে মৌ-নোবেলকেও আমরা জুটি হিসেবেই চিনি। কিন্তু এই জুটিটা তারা নিজেরা তৈরি করেননি, করেছেন ডিরেক্টর তার গল্পের প্রয়োজনে। সেজন্য জুটি বাঁধা খারাপ না, যদি সেটা হয় গল্পের প্রয়োজনে।
বিরতির পর বর্তমানে লারা বিভিন্ন প্রোডাক্ট ও ক্লথিং ফটোশুট এবং একটি টিভি চ্যানেলে উপস্থাপনার কাজে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া কয়েকটি ধারাবাহিকে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু নিশ্চিত করেননি এই অভিনেত্রী।