

রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। তিনি জানান, জিগাতলার বেরিবাধ এলাকার ৪তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। বেলা ২টা ৩৬ মিনিটে তারা অগ্নিকাণ্ডের এ তথ্য পান তারা। এরপর ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়।
কীভাবে আগুন লেগেছে বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য করুন