

রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
চরমোনাই পীর বলেন, দেশে প্রতি বছরই অগ্নিকাণ্ডে বহু তাজাপ্রাণ আমাদের ছেড়ে চলে যায়। অগ্নিকাণ্ডের পরে অনেক তোড়জোড় হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ফলে প্রতি বছরই আমাদের এমন বেদনাদায়ক পরিস্থিতির শিকার হতে হয়। আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাব।
বিজ্ঞপ্তিতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
এর আগে, আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন