তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৪৯ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশে ‘কিশোর গ্যাং’ কলকাতায় ‘ফেলুবক্সী’

দেশে ‘কিশোর গ্যাং’ কলকাতায় ‘ফেলুবক্সী’। ছবি : সংগৃহীত
দেশে ‘কিশোর গ্যাং’ কলকাতায় ‘ফেলুবক্সী’। ছবি : সংগৃহীত

দুই বাংলায় আজ দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি পরিচালক আব্দুল মান্নানের ‘কিশোর গ্যাং’ অন্যটি দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’। এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে চিত্রনায়িকা পরী মণির। অন্যদিকে ‘কিশোর গ্যাং’ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক নতুন শিল্পী। দুটি সিনেমা নিয়েই রয়েছে প্রত্যাশা।

ফেলুবক্সী

চিত্রনায়িকা পরী মণি। ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন এই নায়িকা। সিনেমায় তার চরিত্রের নাম ‘লাবণ্য’। নিজের চরিত্র ও সিনেমাটি নিয়ে আশাবাদী এই নায়িকা।

তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে যুক্ত হওয়ার পর থেকেই আমি আশাবাদী ছিলাম। কারণ গল্পটি দুর্দান্ত, যা নিয়ে আমি আগেই কথা বলেছি। এবার পুরো সিনেমাটি মুক্তির পর দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’ তবে মন ভালো নেই এই নায়িকার। যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশেই।

এ নিয়ে কালবেলার সঙ্গে আলাপকালে পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ আজ মুক্তি পেয়েছে। এটি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্তু ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। তবে আমি যাব ইনশাআল্লাহ। এ ছাড়া আমি দেশে থাকলেও আমার মন পড়ে আছে কলকাতায়। দেশে বসে খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। আমার সিনেমাটির জন্য সবাই ভালোবাসা জানাবেন। আর হলে যেয়ে সিনেমাটি দেখবেন। কাজটির জন্য আমরা সবাই খুবই পরিশ্রম করেছি। আশা করছি আপনাদের ভালোবাসায় আমাদের এই পরিশ্রম সফল হবে।’ ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলার ধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

কিশোর গ্যাং

পরিচালক আব্দুল মান্নানের সিনেমা ‘কিশোর গ্যাং’। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা এলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে ১৭ জানুয়ারি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এতে অভিনয় করেছে একদল নতুন মুখ। আর তারা হলেন নীলিমা ইসলাম মুন, আয়ান সজিব, ইশতিয়াক আহমেদ সাদ প্রমুখ।

‘কিশোর গ্যাং’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা সানু, দুলারি, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ। সিনেমার নৃত্য পরিচালনা করেছেন প্রিন্স খান। সিনেমাটি প্রথম সপ্তাহে হল পেয়েছে ১৭টি। এর মধ্যে রয়েছে লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ, ঢাকা), আজাদ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব সিনেমা (ঢাকা), বিজিবি সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), (সেনা অডিটোরিয়াম, সাভার), বর্ষা সিনেমা (জয়দেবপুর), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ), ছায়াবাণী সিনেমা (ময়মনসিংহ), নবীন সিনেমা (মানিকগঞ্জ), শাপলা সিনেমা (রংপুর), নন্দীতা সিনেমা (সিলেট), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), সংগীতা সিনেমা (খুলনা), মোহন সিনেমা (হবিগঞ্জ) ও বনলতা সিনেমা (ফরিদপুর)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট / বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পিসিবি

ধানুশ ম্রুনালের তালিকার কততম প্রেমিক?

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রথম আসামির আত্মসমর্পণ

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাবার কোলে এই ছোট্ট মেয়েটি এক নায়কের স্ত্রী; চিনতে পারছেন?

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা এক প্রার্থীর

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

শাকসু স্থগিত হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক 

১২

যশোরে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুটিতে বিদ্রোহী

১৩

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোনটি কিনবেন?

১৪

স্বর্ণের দাম দুনিয়ার সব রেকর্ড ছাড়াল

১৫

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

১৭

ময়মনসিংহে সরে দাঁড়ালেন ১৯ জন, ভোটে লড়বেন ৬৭ প্রার্থী

১৮

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিলেন ট্রাম্প

১৯

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময়

২০
X