বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ওটিটিতে ঈদ আয়োজন

ওটিটিতে ঈদ আয়োজন। ছবি: সংগৃহীত
ওটিটিতে ঈদ আয়োজন। ছবি: সংগৃহীত

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই উৎসবের রং আরও খানিকটা গাঢ় করে তোলে বিনোদনের দারুণ সব আয়োজন। সিনেমা হলের পাশাপাশি এবার ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও থাকছে একের পর এক চমকপ্রদ কনটেন্ট, যা দর্শকদের ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ ও বিঞ্জের পাশাপাশি ভারতীয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, হইচইসহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতেও ঈদ উপলক্ষে আসছে নানা বৈচিত্র্যময় কনটেন্ট। কালবেলার আজকের আয়োজনে থাকছে ঈদে আসন্ন রোমান্টিক কমেডি, রহস্য-রোমাঞ্চ, পারিবারিক গল্প এবং অ্যাকশনধর্মী সেসব কন্টেন্টের গল্প। লিখেছেন তামজিদ হোসেন

হাউ সুইট: যারা রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের জন্য আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে কাজল আরেফিন ওমির পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া তাদের পাশাপাশি আরও অভিনয় করেন পাভেল, সুষমা সরকার, আরফান মৃধা শিবলুসহ অনেকে।

জিম্মি: এদিকে ঈদ উপলক্ষে আগামীকাল ২৮ মার্চ হইচইতে মুক্তি পেতে চলেছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি। এই সিরিজে প্রধান চরিত্রে জয়া আহসান অভিনয় করেছেন নিম্নপদস্থ এক সরকারি কর্মকর্তার চরিত্রে, যিনি গত দশ বছরেও পদোন্নতি পাননি। গল্পে উঠে এসেছে তার আর্থিক সংকট এবং নৈতিক সংকট দৃশ্য, যা দেখে বেশ উপভোগ করবেন দর্শকরা এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

মাইশেলফ অ্যালেন স্বপন ২: ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ হচ্ছে ২০২৩ সালে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত একটি কনটেন্ট। এটি ২০২২ সালের জনপ্রিয় সিরিজ সিন্ডিকেটের স্পিন-অব সিক্যুয়েল। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন নাসির উদ্দিন খান এবং ‘অ্যালেন স্বপন’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার জানা গেছে, ঈদে আসছে চরকি অরিজিনাল ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজ। চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূলহোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে এবারও আছেন নাসির উদ্দিন খান। এ সিজনে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হবে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সিরিজটি আবারও নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন। এদিকে প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। এ ছাড়া আরও যুক্ত হচ্ছেন নতুন অভিনয়শিল্পীও।

টেস্ট: ঈদ উপলক্ষে চলতি বছরের ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে নয়নতারা, সিদ্ধার্থ ও মাধবন অভিনীত তামিল সিনেমা টেস্ট। সিনেমাটি পরিচালনা করেছেন এস শশিকান্ত। সিনেমাটি নির্মিত হয়েছে এক ক্রিকেট ম্যাচকে ক্রেন্দ্র করে। যেখানে দেখা যাবে চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন পরিবর্তনকারী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আর এভাবে এগিয়ে যায় সিনেমাটির কাহিনি।

পালস: ৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে চিকিৎসাভিত্তিক নতুন সিরিজ ‘পালস’। এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে মায়ামির একটি হাসপাতাল ঘিরে। সারাহ বয়েড পরিচালনায় নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন উইলা ফিটজেরাল্ড, জাস্টিনা ম্যাচাডো, জ্যাক ব্যাননসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১০

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১১

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১২

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৩

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৪

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৫

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

১৬

টঙ্গীতে মানববন্ধনে হামলা, আহত ৫

১৭

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

১৮

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে লন্ডনে দোয়া মাহফিল  

১৯

ভারতে পিটুনিতে নিহত বাংলাদেশি যুবক, লাশের জন্য ঘুরছে পরিবার

২০
X