এই সপ্তাহান্তে দর্শকদের জন্য অপেক্ষা করছে একগুচ্ছ চমক—বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত। রোম্যান্স, প্রেম, ড্রামা ও সাসপেন্স—সব মিলিয়ে নানা রুচির দর্শকদের জন্য আছে নতুন নতুন গল্প। যার মধ্যে কিছু কনটেন্ট এরই মধ্যে প্রকাশ পেয়েছে। কিছু আছে মুক্তির অপেক্ষায়। এসব কনটেন্ট নিয়ে আজ আমাদের আয়োজন এ সপ্তাহে মুক্তি।
বাঘি ৪
‘বাঘি ৪’ প্রাইম ভিডিওতে ১৭ অক্টোবর প্রকাশ পেয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির চিরচেনা অ্যাকশন ও আবেগের মিশ্রণ নিয়ে আবারও ফিরেছে। যার গল্পে দেখা যাবে, এক রহস্যজনক দুর্ঘটনার পর হারানো ভালোবাসার ভৌতিক স্মৃতিতে তাড়িত হয়ে নৌবাহিনীর অফিসার ‘রনি’ সত্যের খোঁজে নামেন। অনুসন্ধানের পথে একে একে উন্মোচিত হয় চমকপ্রদ সব গোপন তথ্য। দ্রুতগতির এই থ্রিলারটি এবার ঘরে বসেই দেখা যাচ্ছে। ‘বাঘি ৪’ সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক এ. হর্ষা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া ও হারনাজ সান্ধু।
গুড নিউজ
‘গুড নিউজ’ সিনেমাটি নেটফ্লিক্সে ১৭ অক্টোবর প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে নির্মিত এই দক্ষিণ কোরীয় থ্রিলারটি সাসপেন্স ও ডার্ক হিউমারে ভরপুর। গল্পে দেখা যাবে, একটি জাপানি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ঘটনা এবং সেটি উদ্ধারে গোয়েন্দা সংস্থা ও এক বিমানবাহিনীর কর্মকর্তার মরিয়া প্রচেষ্টা। রাজনৈতিক ষড়যন্ত্র, উত্তেজনা ও টুইস্টে ভরপুর এই সিনেমাটি উচ্চ ঝুঁকির নাটকপ্রেমীদের জন্য অবশ্যই দেখার মতো। এটি পরিচালনা করছেন বিউন সাং-হিউন। এতে অভিনয় করেছেন সোল কিয়ং-গু, হং কিয়ং এবং রিউ সিয়ং-বম।
‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’
‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ আসছে জিও হটস্টারে ২০ অক্টোবর। এটি এক ফ্যান্টাসি-সুপার হিরো গল্প, যেখানে চন্দ্র (কাল্যাণী প্রিয়দর্শন) বেঙ্গালুরুতে আসে এক রহস্যময় অতীত ও অতিপ্রাকৃত শক্তি নিয়ে। খুব দ্রুতই সে জড়িয়ে পড়ে অঙ্গ পাচারচক্রের বিরুদ্ধে লড়াইয়ে। লোককথা, গোপন অতীত ও সংঘর্ষ—সব মিলিয়ে এটি হতে যাচ্ছে জিও হটস্টারের বড় বাজেটের অন্যতম আকর্ষণ। এটি পরিচালনা করেছেন সোল ডমেনিক অরুণ। এতে অভিনয় করেছেন কাল্যাণী প্রিয়দর্শন, নাসলেন ও স্যান্ডি মাস্টার।
নোবাডি ওয়ান্টস দিস
‘নোবাডি ওয়ান্টস দিস’ ফিরে আসছে নেটফ্লিক্সে, দ্বিতীয় মৌসুম প্রকাশ পাবে ২৩ অক্টোবর। আগের মৌসুমের শেষে যেখানে গল্প থেমেছিল, সেখান থেকেই শুরু হবে এবার। পরিবারের ঝামেলা, কর্মজীবনের দ্বন্দ্ব আর একের পর
এক অপ্রত্যাশিত ঘটনা নিয়ে এগিয়েছে সিরিজটির গল্প। এটি পরিচালনা করেছেন এরিন ফস্টার। এতে অভিনয় করেছেন ক্রিস্টেন বেল, অ্যাডাম ব্রডি এবং জাস্টিন লুপ।
ঠাম্মা
বড় পর্দায় ‘ঠাম্মা’ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। গল্পে আলোক গোয়াল (আয়ুষ্মান খুরানা) নামে এক ইতিহাসবিদের কাহিনি দেখানো হয়েছে, যিনি ভ্যাম্পায়ারিজমের উৎস নিয়ে গবেষণায় মগ্ন। সেখানে তার দেখা হয় তাড়কার (রাশমিকা মান্দানা) সঙ্গে, যিনি এক প্রাচীন অভিশাপের সঙ্গে জড়িয়ে আছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী ও সত্যরাজের অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমাটি মিথ, রহস্য ও হাস্যরসের এক অনন্য সংমিশ্রণ। সিনেমার একটি আইটেম গানে নাচতে দেখা যাবে মালাইকা অরোরাকে। এটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার।
মন্তব্য করুন