তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

‘বড় কাজের ঘোষণা দেব ইনশাআল্লাহ’

‘বড় কাজের ঘোষণা দেব ইনশাআল্লাহ’

মেহজাবীন চৌধুরী বাংলাদেশের নন্দিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মিডিয়াতে দীর্ঘদিনের পথচলায় তিনি বহু বিজ্ঞাপনে এবং শত শত নাটকে অভিনয় করে এ দেশের দর্শককে মুগ্ধ করেছেন। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে যখন দর্শক সমালোচক তার অভিনয় নিয়ে দ্বিধায় ছিলেন, তখন থেকেই তিনি অভিনয়ের প্রতি প্রবল ভালোবাসা নিয়ে অভিনয় শিখেছেন, নিজেকে প্রতিনিয়ত গড়েছেন, ভেঙেছেন। যে কারণে একটা সময় এসে তিনি জাত অভিনেত্রীতে পরিণত হয়েছেন। তাই মেহজাবীন এখন হয়ে উঠেছেন তার পরবর্তী প্রজন্মের কাছে প্রিয় অভিনেত্রী ও অনুপ্রেরণার।

অভিনয় জীবনের পথচলার এই প্রান্তে এসে অর্থাৎ ২০২৪ সালটা ছিল যেন আরও চ্যালেঞ্জের। কারণ এ বছরেই তিনি প্রথম সিনেমা নিয়ে দর্শকের সামনে উপস্থিত হয়েছিলেন। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে তিনি গেল বছরের শেষপ্রান্তে দর্শকের সামনে আসেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে মেহজাবীন ভূয়সী প্রশংসা কুড়িয়ে নেন। দর্শক, পরিচিতজন যারাই হলে গিয়ে ‘প্রিয় মালতী’ উপভোগ করেছেন, তারা মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ হয়েছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে মেহজাবীন এমনটাই জানান দিলেন যে তিনি পরিপূর্ণ, তিনি নিজেকে ভাঙার জন্য আরও প্রস্তুত। এমন কোনো ঘরানার গল্পের নাটক নেই যে যাতে মেহজাবীন অভিনয় করেননি। সব ধরনের গল্পে কাজ করার এক্সপেরিমেন্ট বলা যায় প্রায় শেষ। এখন মেহজাবীনের ভক্ত-দর্শকের অপেক্ষা ভিন্ন নতুন কোনো গল্পের যেখানে নতুন একজন মেহজাবীনকে দেখা যাবে, যেখানে তার অভিনয়ে আবারও মুগ্ধ হবেন দর্শক। এদিকে গেল ঈদে ইউটিউবে প্রকাশ পেয়েছে প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন, জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি। এরই মধ্যে নাটকটি ১৫ দিনে ৪৪ লাখেরও বেশি ভিউয়ার উপভোগ করেছেন।

এদিকে আজ মেহজাবীনের জন্মদিন। আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পর প্রথম জন্মদিন। জন্মদিন ও আগামীর নতুন কাজ করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। তো এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন। আর আগামী এক সপ্তাহের মধ্যে নতুন একটি বড় কাজের ঘোষণা দেব ইনশাআল্লাহ। এ কাজটি আমার ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত অনেক বড় একটি কাজ এবং আমার জন্য খুব আনন্দের, দায়িত্বশীল একটি কাজ। যেহেতু এখনো চুক্তি হয়নি, তাই আপাতত এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। সময় হলেই সবাইকে জানান দেব।’

চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন মেহজাবীন চৌধুরী। এর মধ্যে কয়েক বছর ধরে টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন। বছরে দু-একটার বেশি নাটকে এখন আর দেখা যায় না তাকে। গত বছর ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ মুক্তি পেয়েছে। সব মিলিয়ে সিনেমায় মজেছেন এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

১০

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১১

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১২

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১৩

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৪

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৫

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৬

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৭

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৮

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৯

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

২০
X