রোহিত শেঠি তার ‘কপ ইউনিভার্সে’র জন্য বিশেষভাবে পরিচিত। তার এই কপ ইউনিভার্সে অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফের মতো জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতারা অভিনয় করলেও প্রথমবারের মতো এবার যুক্ত হতে চলেছেন তামান্না ভাটিয়া ও জন আব্রাহাম।
ছবিটি মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এখানে জন আব্রাহাম রাকেশ মারিয়ার ভূমিকায় এবং তামান্না তার স্ত্রী প্রীতি মারিয়ার চরিত্রে অভিনয় করবেন।
সিনেমাটি মারিয়ার আত্মজীবনী ‘লেট মি সে ইট নাও’র ওপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে। এখনো চলচ্চিত্রটির নাম ঠিক হয়নি, তবে এটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মন্তব্য করুন