তামজিদ হোসেন
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি ভালো নায়িকা হতে চাই: কাজল

আমি ভালো নায়িকা হতে চাই: কাজল

জান্নাতুল ফেরদৌস কাজল। খুব অল্প সময়েই জায়গা করে নিয়েছেন শোবিজের আলো ঝলমলে ভুবনে। মডেলিং দিয়ে যাত্রা শুরু, আর এখন তিনি নাটক ও ওয়েব সিরিজের চেনা মুখ। একেকটি চরিত্রে এনে দিয়েছেন নতুন প্রাণ, নতুন মাত্রা। তার অনন্য প্রতিভা এবার ফুটে উঠেছিল স্টার হান্ট প্রতিযোগিতার মঞ্চেও, যেখানে নিজেকে প্রমাণ করেছেন শত প্রতিদ্বন্দ্বীর ভিড়ে। কীভাবে এই সাহসী পথচলার শুরু? কোথা থেকে এলো অভিনয়ের টান? সেটা জানতেই কালবেলার আজকের বিশেষ সাক্ষাৎকার। লিখেছেন তামজিদ হোসেন

অভিনয় জগৎ শুরু হয় কোন কাজ দিয়ে?

আমি প্রথমে ছোট ছোট কাজ যেমন—নির্মাতা আরিয়ান ভাইয়ের ওয়েব ফিল্ম পুনর্মিলন দিয়ে আমার অভিনয় ক্যারিয়ার শুরু করি। পাশাপাশি বেশ কিছু নাটকেও কাজ করেছি। এরপর বছর খানেক বিরতিতে থাকার পর ফিরে এসে অনম বিশ্বাস ভাইয়ের কয়েকটি বিজ্ঞাপনে এবং মোজোর একটি বিজ্ঞাপনে কাজ করেছি। এভাবেই আসলে আমার অভিনয় ক্যারিয়ার শুরু হয়।

অভিনয়ে আসার অনুপ্রেরণা কীভাবে পেয়েছিলেন?

অভিনয়ে আসা একদমই হঠাৎ করে। মিডিয়াতে আমার পরিচিত কেউ ছিল না, এমনকি এখনো ওই রকমভাবে পরিচিত নেই। তবে যাদের সঙ্গে পরিচিত আমি হয়েছি, তারা সবাই আমার কলিগ। মূলত তাদের দেখেই হুট করে আমার মিডিয়াতে আসা।

শুনেছি আপনি ‘স্টার হান্ট’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, এটার পেছনের গল্প শুনতে চাই…

যেহেতু প্রথমে ছোট ছোট কাজ দিয়ে আমার অভিনয় জীবন শুরু করি; সেহেতু একটা পর্যায়ে যেয়ে মনে হলো, আমার প্রধান নারী চরিত্রে কাজ করা উচিত। তখন আমি ছোট ছোট কাজ বাদ দিই এবং মোটামুটি বছরখানেক আমি কাজ থেকে বিরতি নিই। বিরতি শেষে আবার বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করি এবং এরই মধ্যে আমি স্টার হান্টের একটি বিজ্ঞাপন দেখলাম, তখন আমার মনে হলো স্টার হান্টে গেলে এটা হয়তো আমার স্বপ্ন পূরণের একটা রাস্তা হতে পারে। সেভাবেই সেখানে অংশগ্রহণ করা এবং সেখানে আমি টপ ১২ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পেরেছিলাম।

প্রথম অভিনয় করেন কোন নাটকে এবং কোন কোন অভিনয় শিল্পীর সঙ্গে আপনি অভিনয় করেছেন?

নির্মাতা মিফতাহ আনানের পরিচালনায় নির্মিত ‘ডিস্টার্ব মি’ এর মাধ্যমে আমার নাটকের অভিনয়ের যাত্রা শুরু হয়। সেখানে তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল প্রধান চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া আমি ফারহান আহমেদ জোভান, মুশফিক আর ফারহান, নিলয় আলমগীর ভাইয়াসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছি এবং সবার সঙ্গেই আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো। উনারা তো আমার সিনিয়র এবং অনেক বেশি কোঅপারেটিভ। তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়।

ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনা কী?

ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা অবশ্যই নাটক নিয়ে। ভালো অভিনয় করে একজন ভালো নায়িকা হতে চাই।

বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

আমি এখন বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করছি, পাশাপাশি কয়েকটি নাটকে কাজ করার প্ল্যান চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগির নাটকে কামব্যাক করব।

ঈদে প্ল্যান কী?

ঈদে আমার তেমন কোনো প্ল্যান নেই। যে কাজগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো শুরু হতে হতে ঈদ পার হয়ে যাবে।

অভিনয় জগতে আসার পেছনে পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন?

প্রথমে পরিবারের কেউ রাজি ছিল না যে, আমি অভিনয় করি বা শোবিজে পা রাখি। তার বড় কারণ, আমার পরিবারের কেউই মিডিয়াতে নেই, তারা একটু ভয় পেত; কিন্তু এখন আমার অভিনয় যখন পরিবারের সদস্যরা দেখেন, তখন থেকে তারা সাপোর্ট করেন।

কোন ধরনের চরিত্রে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

অভিনয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি রোমান্টিক চরিত্রে। যেহেতু অভিনয়ে আমার জনরা রোমান্টিক; সেহেতু আগামীতে আমি রোমান্টিক জনরাতেই কাজ করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১০

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১১

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১২

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৩

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৪

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৫

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৬

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৭

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৮

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১৯

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

২০
X