কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের চতুর্থ তলায় ক্যাফে দে পালমা’য় মধ্যাহ্নভোজ করতে এলেন আমেরিকান তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজের সুবাদে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে চেনা অভিনেত্রী তিনি। শুক্রবার দুপুরে চোখের সামনে চলে এলেন ৩৫ বছর বয়সী এই তারকা। গোলাপি পোশাকের সঙ্গে মিলিয়ে সানগ্লাস পরেছেন তিনি।
ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১৮ সালের কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তার কয়েকটি ছবি উৎসবটির অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। এবার তিনি নতুন পরিচয়ে হাজির হয়েছেন কানসৈকতে। অভিনেত্রী থেকে পরিচালনায় নাম লিখিয়েছেন এই তারকা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে। গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে দুবুসি থিয়েটারে ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন দর্শকরা। আমেরিকান কথাসাহিত্যিক ও শিক্ষক লিডিয়া ইয়াকনাভিচের স্মৃতিগ্রন্থ অবলম্বনে ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’ পরিচালনা করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এর মাধ্যমে তার অভিষেক হলো ক্যামেরার পেছনে। ছবিটিতে অভিনয় করেছেন ইমোজেন পুটস, জিম বেলুশি ও থোরা বার্চ।
আঁ সাঁর্তে রিগা বিভাগের ছবিগুলোর মধ্যে শুক্রবার সকাল ১১টায় দুবুসি থিয়েটারে দেখানো হয় যুক্তরাষ্ট্রের চার্লি পলিঙ্গার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য প্লেগ’। একই ভেন্যুতে দুপুর ২টায় প্রদর্শিত হয়েছে ফ্রান্সের স্তিফান দেম্যুসতিয়ের পরিচালিত ‘দ্য গ্রেট আর্চ’।
মূল প্রতিযোগিতা: যুক্তরাষ্ট্রের আরি অ্যাস্টার পরিচালিত ‘এডিংটন’ স্বর্ণপামের লড়াইয়ে অন্যতম আকর্ষণ। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এর আগে ৪টা ৪৫ মিনিটে দুবুসি থিয়েটার ছিল ছবিটির প্রেস শো। এতে অভিনয় করেছেন ওয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও পেদ্রো পাসকাল। বিকেল ৩টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ও বাজিন থিয়েটারে প্রদর্শিত হয় ফ্রান্সের আফসিয়া আর্জি পরিচালিত ‘দ্য লিটল সিস্টার’। সংবাদ সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ফরাসি-স্প্যানিশ নির্মাতা অলিভার লাক্সের ‘সিরেট’ ও দুপুর ১২টা ১৫ মিনিটে এসেছিলেন ফ্রান্সের দমিনিক মল পরিচালিত ‘কেস ১৩৭’ ছবির কলাকুশলীরা।
প্রতিযোগিতার বাইরে: স্পেশাল স্ক্রিনিংস বিভাগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আনিয়েস ভারদা থিয়েটারে ফ্রান্সের উগো বিয়াঁভেন্যু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আর্কো’ ও রাত ১০টা ১৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে দেখানো হয় ইউটু ব্যান্ডের গায়ক বোনোর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘বোনো: স্টোরিস অব সারেন্ডার’ (পরিচালনায় অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ডমিনিক)। দুবুসি থিয়েটারে রাত ৭টা ৩০ মিনিটে কান প্রিমিয়ার বিভাগে ছিল চিলির সেবাস্তিয়ান লেলিয়ো পরিচালিত ‘দ্য ওয়েভ’। শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মিডনাইট স্ক্রিনিংসে দেখানো হয় হংকংয়ের জুনো মাক পরিচালিত ‘সানস অব দ্য নিয়ন নাইট’।
কান ক্ল্যাসিকস: ধ্রুপদি ছবির বিভাগ কান ক্ল্যাসিকসে শুক্রবার বুনুয়েল থিয়েটারে ছিল তিনটি প্রদর্শনী। দুপুর ২টা ৩০ মিনিটে জার্মানির কনরাড ওলফ পরিচালিত ‘স্টারস’ (১৯৫৯), বিকেল ৪টা ৩০ মিনিটে হংকংয়ের জন উ পরিচালিত ‘হার্ড বয়েল্ড’ (১৯৯২) ও রাত ৮টায় প্রদর্শিত হয়েছে হাঙ্গেরির ইস্টভান সাবো পরিচালিত ‘সানশাইন’ (১৯৯৯)।
সৈকতে উন্মুক্ত প্রদর্শনী: সাগরপাড়ে খোলা আকাশের নিচে ‘সিনেমা দ্যু লা প্লাজ’ বিভাগে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হয় যুক্তরাষ্ট্রের কিং ভিডর পরিচালিত ‘ডুয়েল ইন দ্য সান’ (১৯৪৬)। অভিনয়ে গ্রেগরি পেক ও জেনিফার জোন্স।
সমান্তরাল বিভাগ: জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের থিয়েটার ক্রয়জেটে শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে দেখানো হয় ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত ইরাকের হাসান হাদি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’। সকাল ১১টা ৪৫ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ছিল পোল্যান্ডের ইউলিয়া কোভালস্কি পরিচালিত ‘হার উইল বি ডান’।
ইস্পেস মিরামার ভেন্যুতে শুক্রবার সকাল ১১টা ও সন্ধ্যা ৬টায় দেখানো হয় ক্রিটিকস’ উইকে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত আলেক্স পোকিনে পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কিকা’। স্পেশাল স্ক্রিনিংস হিসেবে শুক্রবার বিকেল ৩টা ও রাত ৯টায় ছিল ফ্রান্সের মার্তা জোঁবা পরিচালিত ‘বেজ অঁ ভিল’।
এসিআইডি’তে নির্বাচিত ফ্রান্সের অন্তঁন বালেকজিয়োঁ, লিও কুতুয়াঁর ও মাতেও উস্তাশোঁ পরিচালিত ‘ড্রিফটিং লরেন্ট’ শুক্রবার সকাল ১১টায় স্টুডিও থার্টিনে, রাত ৮টা ও রাত ৮টা ৩০ মিনিটে লে আর্কেডস থিয়েটারে প্রদর্শিত হয়েছে।
মন্তব্য করুন