রাব্বানী রাব্বি
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

জুটি বেঁধে কাজ করব এমনটা ভাবিনি

জুটি বেঁধে কাজ করব এমনটা ভাবিনি

প্রায় তিন বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সারা দেশে আজ মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফিরে দেখা’। সিনেমাটি ও অন্যান্য বিষয়ে কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রাব্বানী রাব্বি।

এত ব্যস্ত কেন? ‘সুস্বাগতম’ সিনেমার শুটিং শুরু হয়েছে?

স্পর্শিয়া: না, অনেকদিন পর একটা ঈদের নাটকে অভিনয় করছি। সাত বছর পর মাবরুর রশিদ বান্নাহ ভাইয়ের পরিচালনায় কাজ করছি এবার। রাত-দিন খাটাখাটি করে শুটিং চলছে। ‘সুস্বাগতম’ সিনেমার শুটিং শুরু হবে কোরবানির ঈদের পর। এখন প্রস্তুতি চলছে।

নাটকটি সম্পর্কে জানতে চাই? আপনাকে তো সাধারণত নাটকে দেখা যায় না।

স্পর্শিয়া: নাটকে কাজ কম করি বলেই দেখতে পান না। মনের মতো স্ক্রিপ্ট না পেলে কাজ করা হয় না। শুধু কাজের জন্য কাজ করে তো লাভ নেই? এবার এ নাটকের গল্পটি ভালো লেগেছে। রোমান্টিক-কমেডি ধরনের, তবে অন্যরকম কিছু বিষয় রয়েছে। নামটি এখনো ঠিক হয়নি। শিগগির নির্মাতার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। ঈদের এই একটি নাটকেই আমাকে দেখা যাবে।

‘ফিরে দেখা’ মুক্তি পাচ্ছে, সিনেমাটি নিয়ে দর্শককে কী বলতে চান?

স্পর্শিয়া: সরকারি অনুদানের সিনেমা এটি, তার ওপর মুক্তিযুদ্ধের গল্প। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আমার জন্য অনেক ভালো লাগার একটি বিষয়। শুধু তা-ই নয়, আমি অনেক সৌভাগ্যবান, কারণ ছোটবেলায় যাদের সিনেমা দেখতাম, তাদের সঙ্গেই কাজ করেছি। রোজিনা আপা ও ইলিয়াস কাঞ্চন ভাইয়ের প্রচুর ছবি দেখতাম। তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা ভীষণ আনন্দের।

এ সিনেমায় দর্শক নতুন জুটিও পেতে যাচ্ছে...

স্পর্শিয়া: হ্যাঁ, প্রথমবারের মতো নিরবের সঙ্গেও এই সিনেমায় জুটি বাঁধা। আশা করছি, সবার প্রথমের সবকিছুই ভালো হবে। একটি সিনেমা মানে একপ্রকার যুদ্ধ বলা চলে। চাইছি দর্শক ‘ফিরে দেখা’ সিনেমাটি দেখুক। এ ছাড়া এটি রোজিনা আপার প্রথম নির্মাণ, দেখা যাক দর্শকের কেমন লাগে।

‘সুস্বাগতম’ ছবিতেও জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে। এটা কি আপনাদের ইচ্ছায়?

স্পর্শিয়া: না, না (হাসি)। পরিচালক-প্রযোজক চাইছেন বলেই আবারও একসঙ্গে কাজ করা। আমরা অভিনয়শিল্পীরা তো চরিত্র নির্বাচন করি না কিংবা আমি জুটি বেঁধে কাজ করব, এমনটা কখনো ভাবিনি। এখন ব্যাটে-বলে মিলে গেছে, আবারও কাজ করা হচ্ছে।

এদিকে ‘দাওয়াল’ সিনেমার ক্রিয়েটিভ টিমেও ছিলেন। এই ভিন্ন পরিচয়ে কাজ করতে কেমন লেগেছে?

স্পর্শিয়া: খুবই ভালো লাগছে। নতুন একটি অভিজ্ঞতা। ‘দাওয়াল’ নির্মাণ হয়েছে আমাদের প্রযোজনা হাউস ‘ক্রিয়েটিভ কোম্পানি’ থেকে। এ হিসেবে ক্রিয়েটিভ টিমে ছিলাম। ছবিটি পরিচালনা করেছেন পিকলু চৌধুরী। আশা করছি, ভালো কিছু হবে। সিনেমাটির প্রচারণাতেও থাকব আমি।

আপনারও একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে বেশ কিছু কাজের প্রস্তুতির কথা জানা গিয়েছিল।

স্পর্শিয়া: সেটা করোনা মহামারির মধ্যে বন্ধ হয়ে গেছে। আলাদাভাবে এখন আর প্রযোজনায় যুক্ত হচ্ছি না। কারণ, আমি একটা প্রযোজনা হাউসের সঙ্গেই আছি। এছাড়া ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে আমার একটা ফ্যাশন হাউসও রয়েছে। এত কিছু সামলাতে গেলে তো পাগল হয়ে যাব!

শোনা যাচ্ছে বিয়ের জন্য পরিবার থেকে আপনাকে চাপ দেওয়া হচ্ছে। বিয়ের পিঁড়িতে কবে বসছেন?

স্পর্শিয়া: ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। পরে দেখা যাবে সেটাই হেডলাইন হয়ে গেছে। তবে কোনো কিছু যদি ঘটে, সেটা সবাই জানতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

খালেদা জিয়ার ত্যাগের প্রতিদান হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা : ইশরাক

হাদিসহ সারা দেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রমেক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে : রাশেদ প্রধান

তামিমকে নিয়ে বিসিবি কর্মকর্তার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

আকিজ বশির কেবলস্-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

শনিবার যেসব জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

১০

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

১১

সফলতার নেপথ্যে : উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের ১০টি মূলমন্ত্র

১২

তামিমকে লক্ষ্য করে বিসিবির সেই পরিচালকের নতুন পোস্ট

১৩

ভেনেজুয়েলায় তেল ছাড়াও রয়েছে বিপুল স্বর্ণ ও খনিজ ভাণ্ডার

১৪

ভিন্নরূপে শহিদ কাপুর

১৫

জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১৬

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

১৭

সম্পর্কে ইতি টানলেন খুশি-বেদাঙ্গ

১৮

সুখবর পেলেন বিএনপির ১২ নেতা

১৯

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০

২০
X