নাটকের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এখন পর্যন্ত একশরও বেশি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন তারা। প্রায় প্রতি সপ্তাহেই নতুন কোনো গল্পে অভিনয় করতে দেখা যায় তাদের। প্রেম, পারিবারিক নাটক, কমেডি—সব ধাঁচের কাহিনিতেই তাদের দেখা যায়। সে ধারাবাহিকতায় গতকাল সোমবার প্রকাশ পেয়েছে তাদের আরও একটি নতুন নাটক—‘আমার ভাঙা গাড়িতে’। নাটকটি পরিচালনা করেছেন হামিদ হাসান নেমান।
নাটকে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘আরও একটি চমৎকার গল্পে অভিনয় করলাম। এ ধরনের গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়। আর যারা আমি ও নিলয়ের জুটি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এমন নাটক বানানো হয়েছে। হামিদ হাসান নেমান ভাই খুব সুন্দরভাবে গল্পটি তৈরি করেছেন। আশা করছি আমাদের অন্যান্য নাটকের মতো এটিও দর্শকদের ভালো লাগবে।’ ‘আমার ভাঙা গাড়িতে’ নাটকটি প্রকাশ পেয়েছে এলবিসি ইউটিউব চ্যানেলে। নিলয়-হিমি ছাড়া এতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, এমডি শামিম ও ইমরান। এ নাটক ছাড়াও এই জুটির আরও কয়েকটি নাটক এখন প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন