মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

বাংলাদেশের সংগীতজগতে ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ ফিরে এসেছে বললে ভুল হবে না। একসময় ঢাকার আন্ডারগ্রাউন্ড ক্লাবগুলোতেই সীমাবদ্ধ ছিল ব্যান্ডের আয়োজন; এখন সেই সুর ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে প্রবাসে বসবাসরত বাঙালিদের মনেও। ফলে সাম্প্রতিক বছরগুলোয় দেশের বাইরে কনসার্ট, ট্যুর, ফেস্টিভ্যাল ও প্রবাসী আয়োজনগুলোয় বাংলাদেশি ব্যান্ডগুলোর ব্যস্ততা চোখে পড়ার মতো ভাবে বেড়েছে।

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এখন নিয়মিতই হচ্ছে ‘বাংলাদেশি মিউজিক ফেস্ট’। যেখানে পারফর্ম করছে আর্টসেল, ওয়ারফেজ, শিরোনামহীন, নেমেসিস, মাইলস, চিরকুটসহ নামি ব্যান্ডগুলো। অনেক সময় একাধিক দেশে টানা শো করে আসছে তারা। ব্যান্ডগুলোর আয়োজকরা বলছে, প্রবাসে থাকা দ্বিতীয় প্রজন্মের তরুণরাও এখন বাংলা ব্যান্ডসংগীত শুনে বড় হচ্ছে, তাই চাহিদা বেড়েছে আগের চেয়ে বহুগুণ।

সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহব্যাপী ট্যুর শেষে দেশে ফিরেছে ওয়ারফেজ। দলটির পক্ষ থেকে জানানো হয়, কানাডার ১০টি শহরে কনসার্ট করেছে তারা। নিজেদের ৪০ বছর পূর্তি উদযাপনে এটি ব্যান্ডের সবার জন্য জীবনের অনন্য অভিজ্ঞতা ছিল।

এরপর ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা ভালোবেসেছি সেই দেশ, সেখানকার মানুষ ও তাদের ভালোবাসা। আমাদের অসাধারণ ভক্তদের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং আমাদের ট্যুর আয়োজনের দায়িত্বে থাকা ‘মাদার অর্গানাইজার’ এমএনসি ও অন্যান্য আয়োজককে ধন্যবাদ জানাই—তাদের কারণেই সবকিছু সম্ভব হয়েছে। তবে এটি কোনো সমাপ্তি নয়, কারণ আমরা দারুণ সময় কাটিয়েছি এবং আবার কানাডায় কনসার্ট করার জন্য মুখিয়ে আছি।’

এদিকে আর্টসেল চলতি অক্টোবরে অস্ট্রেলিয়া কনসার্ট করতে যাচ্ছে। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবেন ফয়সাল-সাজুরা। আর শিরোনামহীনেরও এ বছর মিক্সটেপের আয়োজনে কানাডার টরন্টোতে কনসার্ট করার কথা রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে দলছুট ব্যান্ড। সেখানে বাপ্পা মজুমদারদের সেপ্টেম্বর থেকে শো শুরু হয়, যা শেষ হবে এ মাসের শেষের দিকে। দেশটিতে এরই মধ্যে ব্যান্ড অ্যাশেজ নিজেদের ব্যস্ততা শেষ করেছে। ইভান-বিজয়রা সেখানে নিউইয়র্কের টাইমস স্কয়ার ও কুইন্স থিয়েটারে কনসার্ট করেছেন।

সংগীতবোদ্ধাদের মতে, দেশের বাইরে এ ব্যস্ততা একদিকে যেমন ব্যান্ডগুলোর পেশাদার সাফল্যের প্রমাণ, অন্যদিকে এটি বাংলাদেশের সংগীত সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছে। আগামীতে আরও ব্যান্ড যুক্ত হবে এই বিশ্বভ্রমণের তালিকায়—এমনই আশা অনেক ব্যান্ড শিল্পীর।

তবে বিদেশে কনসার্ট বাড়লেও দেশে অনেকটাই কমে গেছে আয়োজনগুলো। বিশেষ করে ওপেন কনসার্ট এখন একেবারেই হচ্ছে না। এর কারণ দেখানো হচ্ছে নিরাপত্তা। যার কারণে সম্প্রতি মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। ‘সূর্য ক্লাব’ নামের একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে এ কনসার্ট আয়োজনের কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় কনসার্ট স্থগিতের বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। তারা জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ করা হয়। এরপর ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা থাকলেও সেটিও আর করা সম্ভব হয়নি।

এদিকে জেমসের কনসার্ট স্থগিত করার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। এর আগে এ বছরের ফেব্রুয়ারি মাসে নিরাপত্তার কারণে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত করা হয়। তাই দেশে কনসার্ট কমলেও ব্যান্ডগুলোর ব্যস্ততা বেড়েছে দেশের বাইরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নানা-নানির

এবার রুপার দামেও নতুন রেকর্ড

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬ জনের নামে মামলা

কেশবপুরে মন্দির থেকে স্বর্ণালংকার, শালগ্রাম শিলা চুরি

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে যা ভাবতে বললেন নুর

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু রিমান্ডে

ভারতীয় নাগরিক জগদীশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১০

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের উদ্যোগে ‘পর্দা কর্নার’ চালু

১১

ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল, উঠে এলো জরিপে

১২

আহান পান্ডে ও অনীত পড্ডাকে নিয়ে প্রেমের গুঞ্জন

১৩

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস

১৪

চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

১৫

না ফেরার দেশে পাকিস্তানের প্রথম টেস্ট দলের শেষ জীবিত সদস্য

১৬

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১৭

আশুলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

১৮

‘নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা’

১৯

খাদ্য ফোরামে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাব

২০
X