বাংলাদেশের সংগীতজগতে ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ ফিরে এসেছে বললে ভুল হবে না। একসময় ঢাকার আন্ডারগ্রাউন্ড ক্লাবগুলোতেই সীমাবদ্ধ ছিল ব্যান্ডের আয়োজন; এখন সেই সুর ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে প্রবাসে বসবাসরত বাঙালিদের মনেও। ফলে সাম্প্রতিক বছরগুলোয় দেশের বাইরে কনসার্ট, ট্যুর, ফেস্টিভ্যাল ও প্রবাসী আয়োজনগুলোয় বাংলাদেশি ব্যান্ডগুলোর ব্যস্ততা চোখে পড়ার মতো ভাবে বেড়েছে।
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এখন নিয়মিতই হচ্ছে ‘বাংলাদেশি মিউজিক ফেস্ট’। যেখানে পারফর্ম করছে আর্টসেল, ওয়ারফেজ, শিরোনামহীন, নেমেসিস, মাইলস, চিরকুটসহ নামি ব্যান্ডগুলো। অনেক সময় একাধিক দেশে টানা শো করে আসছে তারা। ব্যান্ডগুলোর আয়োজকরা বলছে, প্রবাসে থাকা দ্বিতীয় প্রজন্মের তরুণরাও এখন বাংলা ব্যান্ডসংগীত শুনে বড় হচ্ছে, তাই চাহিদা বেড়েছে আগের চেয়ে বহুগুণ।
সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহব্যাপী ট্যুর শেষে দেশে ফিরেছে ওয়ারফেজ। দলটির পক্ষ থেকে জানানো হয়, কানাডার ১০টি শহরে কনসার্ট করেছে তারা। নিজেদের ৪০ বছর পূর্তি উদযাপনে এটি ব্যান্ডের সবার জন্য জীবনের অনন্য অভিজ্ঞতা ছিল।
এরপর ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা ভালোবেসেছি সেই দেশ, সেখানকার মানুষ ও তাদের ভালোবাসা। আমাদের অসাধারণ ভক্তদের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং আমাদের ট্যুর আয়োজনের দায়িত্বে থাকা ‘মাদার অর্গানাইজার’ এমএনসি ও অন্যান্য আয়োজককে ধন্যবাদ জানাই—তাদের কারণেই সবকিছু সম্ভব হয়েছে। তবে এটি কোনো সমাপ্তি নয়, কারণ আমরা দারুণ সময় কাটিয়েছি এবং আবার কানাডায় কনসার্ট করার জন্য মুখিয়ে আছি।’
এদিকে আর্টসেল চলতি অক্টোবরে অস্ট্রেলিয়া কনসার্ট করতে যাচ্ছে। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবেন ফয়সাল-সাজুরা। আর শিরোনামহীনেরও এ বছর মিক্সটেপের আয়োজনে কানাডার টরন্টোতে কনসার্ট করার কথা রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে দলছুট ব্যান্ড। সেখানে বাপ্পা মজুমদারদের সেপ্টেম্বর থেকে শো শুরু হয়, যা শেষ হবে এ মাসের শেষের দিকে। দেশটিতে এরই মধ্যে ব্যান্ড অ্যাশেজ নিজেদের ব্যস্ততা শেষ করেছে। ইভান-বিজয়রা সেখানে নিউইয়র্কের টাইমস স্কয়ার ও কুইন্স থিয়েটারে কনসার্ট করেছেন।
সংগীতবোদ্ধাদের মতে, দেশের বাইরে এ ব্যস্ততা একদিকে যেমন ব্যান্ডগুলোর পেশাদার সাফল্যের প্রমাণ, অন্যদিকে এটি বাংলাদেশের সংগীত সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছে। আগামীতে আরও ব্যান্ড যুক্ত হবে এই বিশ্বভ্রমণের তালিকায়—এমনই আশা অনেক ব্যান্ড শিল্পীর।
তবে বিদেশে কনসার্ট বাড়লেও দেশে অনেকটাই কমে গেছে আয়োজনগুলো। বিশেষ করে ওপেন কনসার্ট এখন একেবারেই হচ্ছে না। এর কারণ দেখানো হচ্ছে নিরাপত্তা। যার কারণে সম্প্রতি মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। ‘সূর্য ক্লাব’ নামের একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে এ কনসার্ট আয়োজনের কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় কনসার্ট স্থগিতের বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। তারা জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ করা হয়। এরপর ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা থাকলেও সেটিও আর করা সম্ভব হয়নি।
এদিকে জেমসের কনসার্ট স্থগিত করার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। এর আগে এ বছরের ফেব্রুয়ারি মাসে নিরাপত্তার কারণে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত করা হয়। তাই দেশে কনসার্ট কমলেও ব্যান্ডগুলোর ব্যস্ততা বেড়েছে দেশের বাইরে।
মন্তব্য করুন