চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস

চাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ। ছবি : কালবেলা
চাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনী আমেজে ভাসছে। নির্বাচনের মাত্র ২ দিন বাকি আর সোমবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। শেষ দিনেও প্রার্থীরা জয় করতে মরিয়া ভোটারদের মন।

সংশোধিত তপসিল অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এদিকে সোমবার সকাল থেকেই স্টেশন, ঝুপড়ি, মূল ফটকসহ, বিভিন্ন অনুষদে প্রার্থীদের পদচারণায় সরব হয়ে ওঠে ক্যাম্পাস। লিফলেট হাতে হাসি মুখে প্রচারণার শেষ দিনেও যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে। সোমবার রাত ১২টা পর্যন্ত প্রচারণার মাধ্যমে শেষ হবে এবারের চাকসু নির্বাচনের প্রচারণা।

তবে, প্রচলিত প্রচারণার ধারার বাহিরে দেখা গেছে কিছু অভিনব আয়োজনও। কেউ স্কেটিং করে প্রচারণা চালাচ্ছেন, কেউ আবার চার্লি চ্যাপলিনের সেজে শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটারদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি নির্বাচনী আমেজে যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ বিরতির পর এমন নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তারা এমন নেতৃত্বই চান, যারা সত্যিকারের শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।

স্বতন্ত্র দপ্তর সম্পাদক প্রার্থী তাহসান হাবীব বলেন, ‘সকাল থেকেই আমরা নিরবচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। যেসব জায়গায় আমি নিজে যেতে পারছি না, সেখানে আমার ছোট ভাই ও বন্ধুরা প্রচারণায় অংশ নিচ্ছে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো। তবে প্রশাসনের উচিত যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ও সুচিন্তিত পদক্ষেপ নেওয়া, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’

বৈচিত্র্য ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘আমরা ঝুপড়ি থেকে শুরু করে ট্রেন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়েছি। দুপুরে আমাদের প্রজেকশন মিটিংও অনুষ্ঠিত হয়েছে। আমরা পোলিং এজেন্ট নিয়ে কিছুটা সংশয়ে আছি। আমাদের লক্ষ্য ছিল প্রত্যেকটি রুমে অন্তত একজন পোলিং এজেন্ট হিসেবে রাখা যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের বিষয়টিও আমরা প্রশাসনের কাছে উত্থাপন করেছি, কিন্তু তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি।’

ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন বলেন, ‘প্রচারণা শুরুর দিন থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। মাঝখানে ক্যাম্পাস বন্ধ থাকায় আমরা অনলাইনে প্রচার-প্রচারণা চালিয়েছি। ক্যাম্পাসে বা আশপাশের কটেজে থেকে তাদের কাছে কাছে গিয়ে তাদের কথাগুলো শুনেছি । শেষ মুহূর্তে প্রার্থী ও শিক্ষার্থী সবাই চাকসুকেন্দ্রিক আলাপ-আলোচনা করছেন। ক্যাম্পাসে উৎসবের অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে, যা বিগত সময়ে ভাবাও অসম্ভব ছিল।’

ছাত্রদলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা সকাল থেকেই প্রচারণা চালাচ্ছি এবং দিনব্যাপী এ প্রচারণা চলছে, যেহেতু আজকে শেষ দিন। আমরা অনেক আশাবাদী এবং আমরা অনেক সাড়া পাচ্ছি। নির্বাচন নিয়ে আমরা কিছুটা সংশয় প্রকাশ করছি কারণ নির্বাচনের পূর্বে আমরা যেসব অভিযোগ দিয়েছি তা কতটুকু সমাধান করেছে তা আমরা এখনো বলতে পারি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৬ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

১০

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

১১

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

১২

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

১৩

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

১৪

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১৫

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১৬

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১৭

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১৮

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৯

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

২০
X