বলিউডের নতুন জুটি আহান পান্ডে ও অনীত পড্ডা। নিজেদের প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন সময়ের দুই তরুণ এই তুর্কি। যশরাজ ফিল্মসের ‘সাইয়ারা’ সিনেমায় তাদের পর্দার ভালোবাসা মন জয় করেছে অগণিত ভক্তদের। এখন ব্যক্তি জীবনেও তাদের প্রেমের গুঞ্জন নিয়েও হচ্ছে আলোচনা।
সোমবার (১৩ অক্টোবর) অনীত পড্ডারের জন্মদিনে আহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, কনসার্টের মঞ্চে কাটানো মুহূর্তগুলোতে অনীত মজার ভঙ্গিতে পোজ দিচ্ছেন, আর আহান চোখ বন্ধ করে সেই মুহূর্ত উপভোগ করছেন। কোল্ডপ্লের কনসার্টের এই মুহূর্তগুলো এই গুঞ্জন আরও উসকে দিয়েছে।
‘সাইয়ারা’ মুক্তির আগে থেকেই আহান-অনীত একসঙ্গে সময় কাটিয়েছেন, আর তাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা এখন সিনেমার রসায়নের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে। ১৮ জুলাই মুক্তি পায় এই রোমান্টিক-ড্রামা সিনেমা, যা ৪৫ কোটি রুপি বাজেটে তৈরি হলেও বিশ্বব্যাপী ৫৭০-৫৮১ কোটি রুপি আয় করেছে।
মন্তব্য করুন