আরেক দিন, আরেক কীর্তি—এই যেন হয়ে গেছে স্মৃতি মান্ধানার জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু আজকের দিনটি ছিল আলাদা। কারণ আজ তিনি এমন এক ইতিহাস গড়েছেন, যা এর আগে কোনো নারী ক্রিকেটারের পক্ষে সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বিশ্বকাপ ম্যাচে স্মৃতি হয়ে গেলেন বিশ্বের প্রথম নারী ক্রিকেটার, যিনি এক ক্যালেন্ডার বছরে করেছেন ১,০০০ রানের বেশি!
দিনটা শুরু হয়েছিল বেশ সাধারণভাবে। ম্যাচে নামার সময় স্মৃতির সংগ্রহ ছিল ৯৮২ রান, দরকার ছিল মাত্র ১৮। শুরুটা ধীর লয়ে—১৭ বলে ১১ রান। কিন্তু এরপর যেন জ্বলে ওঠেন বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ান বোলার সোফি মোলিনিউক্স–এর বিপক্ষে এক ওভারে পরপর চার, ছয়, চার মেরে পৌঁছে যান সেই ঐতিহাসিক মাইলফলকে।
একটি বিশাল ছক্কায় যখন ১,০০০–রানের সীমা টপালেন, দর্শক গ্যালারিতেও ছড়িয়ে পড়ল উচ্ছ্বাসের ঢেউ।
বিশ্ব নারী ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রানের তালিকাটি এখন এভাবে—
মাত্র ১৮ ইনিংসে ১,০০০ রান! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। চলতি বছরে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের এই সহ–অধিনায়ক।
তবে মজার বিষয় হলো, ঘরের মাঠে বিশ্বকাপে এতদিন তিনি ছিলেন কিছুটা নীরব—তিন ম্যাচে তার স্কোর ছিল ৮, ২৩ ও ২৩। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই অন্য মেজাজে দেখা গেল তাকে। এই ম্যাচে তিনি করেন ৮০ রান।
ভারত নারী দল বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এই ম্যাচটি তাদের জন্য জীবন–মরণ লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে তিন জয়ে ইংল্যান্ড শীর্ষে, আর দুই জয় ও এক নো–রেজাল্টে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।
কিন্তু ব্যক্তিগত লড়াইয়ে আজ যে নামটি সবার ওপরে উঠে গেছে, তিনি স্মৃতি মান্ধানা—
যিনি শুধু রান করছেন না, বরং একেক ইনিংসে লিখছেন নারী ক্রিকেটের নতুন ইতিহাস।
মন্তব্য করুন