

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকে সুখী দাম্পত্যজীবন উপভোগ করছেন এই তারকা দম্পতি।
এরই মধ্যে একান্ত অবকাশ যাপনে তারা পাড়ি জমিয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখানে কাটানো বিশেষ মুহূর্তগুলোর বেশ কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের তীরে খোশ মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন ও আদনান রাজীব। দুজনের মিষ্টি হাসি ও স্বাভাবিক উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নিঃশব্দে সাগরের কাছে।’
ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট বক্স। অনেকেই এই তারকা জুটির রসায়নের প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমি এই দৃশ্যের প্রেমে পড়ে যাব।’ আরেকজন লিখেছেন, ‘দুজনকেই অনেক সুন্দর লাগছে, অভিনন্দন।’
সব মিলিয়ে মালদ্বীপের নীল জলরাশি আর ভালোবাসার মুহূর্তে মেহজাবীন-আদনান রাজীবের ছবিগুলো এরই মধ্যে নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।
মন্তব্য করুন