

হঠাৎ দুলে উঠল রাজধানী। দেয়ালে কাঁপন, মেঝেতে দৌড়ঝাঁপ, মানুষের চোখে ভয়ের ছায়া। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট, যেন হঠাৎই প্রকৃতি কড়া নাড়ল অদৃশ্য শক্তি নিয়ে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হলো শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। পাওয়া গেছে মৃত্যুর খবরও। ভূমিকম্পের আকস্মিক তীব্রতা সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। দেশজুড়ে মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন। এই কম্পনের ঢেউ এসে আছড়ে পড়ে দেশের তারকা অঙ্গনেও। সাধারণ মানুষের পাশাপাশি এই ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশীয় তারকারা।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে ভূমিকম্পের উদ্বেগ প্রকাশ করে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে লেখেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’ সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের একটি আতঙ্কজনক ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় প্লাস্টার ভেঙে ফেটে পড়েছে। বোঝাই যাচ্ছে, এই চিত্রটি গায়ককেও ফেলেছে চরম আতঙ্কে।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লেখেন, 'ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।'
অভিনেত্রী সাদিয়া আয়মান একটি দোয়া উল্লেখ করে লেখেন, “আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা” (সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন)।তিনি আরও লেখেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি, এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন। আমিন।’
অভিনেত্রী সামিরা খান মাহি লেখেন, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।’ উল্লেখ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) সূত্রে জানা যায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, আর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
মন্তব্য করুন