সময়ের ব্যস্ত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে এরই মধ্যে তিনি হয়েছেন প্রশংসিত। নজর কেড়েছেন নির্মাতাদের। পাচ্ছেন ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করার সুযোগ। ডিজিটাল প্ল্যাটফর্মে তার মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ ও ওয়েব সিরিজ ‘কালপুরুষ’। অভিনেতার বর্তমান কাজের ব্যস্ততা ও অপেক্ষায় থাকা কাজ নিয়ে কথা হয়েছে কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার—মহিউদ্দীন মাহি
নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শক মহলে আপনি প্রশংসিত। নিজেকে কি এখনই ভার্সেটাইল অভিনেতা হিসেবে দাবি করতে পারেন?
আমার কাজ অভিনয় করা, সেটাই করার চেষ্টা করি। পরিচালক, প্রযোজক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রের স্বাদ পেতে দিচ্ছেন। আমিও এটি নেওয়ার চেষ্টা করছি। যতদিন কাজ করব এ চেষ্টা অব্যাহত থাকবে। এখনো অনেক পথ বাকি। আপাতত কাজটা শুধু মনোযোগ দিয়ে করতে চাই।
কখনো মুয়াজ্জিন কখনো ব্যারিস্টার। এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণে কোন বিষয়টি আপনি বেশি গুরুত্ব দেন?
স্ক্রিপ্ট রাইটারের লেখনীতেই আসলে চরিত্রের অনেক বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে। বাকিটা পরিচালকের ভাবনা আর আমার ভাবনার একটা মিশেল। সেইসঙ্গে সময় এবং স্থান একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমি আসলে একটি চরিত্র গঠনের যেই সাধারণ নিয়ম সেটি অনুসরণ করার চেষ্টা করি। এর বেশি নয়।
নির্মাতা রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন। কাজটির অভিজ্ঞতা ও আপনার চরিত্র নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলাম?
শিগগিরই আইস্ক্রিনে রিলিজ হবে ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটা। এটা একটা মার্ডার মিস্ট্রি। যারা থ্রিলার কাজ পছন্দ করে তাদের খুব ভালো লাগবে আশা করি। খুব যত্ন নিয়ে রাফী এ কাজটি করেছে। আমার চরিত্র পেশায় একজন সাংবাদিক।
ওয়েব ফিল্মটি কবে মুক্তি পাবে?
২৯ ফেব্রুয়ারি রিলিজের কথা থাকলেও ডেট পেছানো হয়েছে। যতদূর জানি রমজান মাসেই অমীমাংসিত রিলিজ হবে।
চরকির কাজটি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আপনার চরিত্র ও ওয়েব ফিল্মটির নাম?
মাত্র শেষ করলাম ‘কালপুরুষ’ নামে একটা চরকি অরিজিনাল ওয়েব সিরিজ। ‘কালপুরুষ’র চিত্রনাট্য এবং পরিচালনার কাজটি করেছেন সালজার। এটি সালজারের প্রথম ওয়েব সিরিজ। ফিল্ম সিন্ডিকেটের প্রযোজনায় কাজটি ঈদে চরকিতে রিলিজের সম্ভাবনা আছে। এই প্রথম আমি রেগুলার একজন পোশাকধারী পুলিশের চরিত্রে অভিনয় করলাম। কালপুরুষ রেগুলার মার্ডার মিস্ট্রির বাইরে অন্যরকম একটি গল্প।
নতুন কাজের ব্যস্ততা?
নতুন কাজগুলো অধিকাংশই ওয়েব কনটেন্ট। ঈদের পর নতুন সিনেমার কাজ শুরু হবে আশা করছি। ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’র অল্প কিছু শুটিং বাকি। সেটাও ঈদের পর শেষ হবে। আর বিজ্ঞাপনের কাজ করা হচ্ছে।
ঈদের ব্যস্ততা কেমন?
একটা ওয়েব সিরিজের শুটিংয়ে বেশ কিছুদিন ব্যস্ত থাকব। এর বেশি ব্যস্ত থাকতে চাই না। বাকিটা সময় ফ্যামিলির সঙ্গে থাকতে পারলে ভালো লাগবে।