অভিনেত্রী, মডেল, সংগীতশিল্পী ও উপস্থাপক নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কলকাতার সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন সফলতাও। এবার আমন্ত্রণ পেয়েছেন ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ আসরে পারফর্ম করার। কলকাতা থেকে অভিনেত্রী নিজেই কালবেলাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মতো এমন একটি শোতে পারফর্মের সুযোগ পাওয়া সত্যিই আনন্দের। বাংলাদেশি হিসেবে আমিই প্রথম যে এমন সুযোগ পেয়েছি। বিষয়টি আমাকে গর্বিত করেছে।’ ফারিয়া পাঁচটি জনপ্রিয় গানে পারফর্ম করবেন। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ প্রতি বছরই বলিউডে দেওয়া হয়। বছরজুড়ে আলোচনায় থাকা সিনেমা, গান, নির্মাতা, সেরা অভিনেতা, অভিনেত্রীসহ মোট ৪৪ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। কয়েক বছর ধরে এই অ্যাওয়ার্ডস টালিগঞ্জেও দেওয়া হচ্ছে।
এবার ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে ফিল্মফেয়ারে বেছে নেওয়া হবে সেরাদের। এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, অপি করিম, সোহেল মণ্ডল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। গতকাল কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের আসর।