ঢালিউডের আলোচিত নায়িকা অধরা খান। বিদেশ ভ্রমণের প্রতি দারুণ দুর্বলতা রয়েছে তার। মালদ্বীপ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দুবাই, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর ছবি তার সোশ্যাল হ্যান্ডেলে গেলেই চোখে পড়ে। এবার সিঙ্গাপুরে গেলেন অধরা। তবে ফিরবেন ঈদের আগেই। ঈদ দেশেই করবেন। উৎসবে মুক্তি পাওয়া সিনেমাগুলোও হলে বসে উপভোগ করতে চান এই নায়িকা। অধরা খান কালবেলাকে বলেন, ব্যক্তিগত কাজে মঙ্গলবার সিঙ্গাপুর এসেছি। অল্প সময়ের জন্য। দেশে বেশ কিছু নতুন সিনেমার কথা চলছে। ঈদের পর হয়তো বা নতুন সিনেমার কাজ করব। আসলে আমি সংখ্যার চেয়ে ভালো কাজের দিকে ফোকাস দিতে চাই। তিনি আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি ফের ঘুরে দাঁড়াচ্ছে। করোনার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আশা করি এই আঘাত কাটিয়ে উঠতে পারব। অধরা অভিনীত নায়ক, পাগলের মতো ভালোবাসি, মাতাল ও সুলতানপুর নামে চারটি সিনেমা মুক্তি পেয়েছে।